Breaking News

এবার নতুন কিছু থাকছে বড়দিনের উৎসবে,সাংবাদিক বৈঠকে জানালেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সামনেই বড়দিনের উৎসব। সেজে উঠবে পার্ক স্ট্রিট । এবারে কলকাতা খ্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন হবে আগামী ২১ ডিসেম্বর। আর এই উৎসবের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |শুক্রবার কেসিএফ নিয়েই সাংবাদিক বৈঠক করেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন কলকাতা পুরনিগমের আধকারিকরাও। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজে এই অনুষ্ঠানে বিশেষ ভাবে আন্তরিক সাহায্য করেন। মুখ্যমন্ত্রীর সুরেই বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’। মন্ত্রী জানিয়েছেন, আগামী ২১ ডিসেম্বর বিকেল সড়ে ৪টার সময় অ্যালেন পার্কে কেসিএফের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরনিগমের ব্যবস্থাপনায় এই উৎসব চলবে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সেজে উঠবে পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট ক্যাথিড্রাল চত্ত্বর এবং সংলগ্ন এলাকা। উৎসবের উদ্বোধনের দিনেই অ্যালেন পার্ক থেকে ভার্চুয়ালি পার্কস্ট্রিট চত্ত্বরে আলোকসজ্জার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাবুল জানিয়েছেন, সমস্ত আয়োজনে এগিয়ে এসেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর।পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় শুক্রবার জানিয়েছেন, পার্ক স্ট্রিট ও বো ব্যারাকে আলোকসজ্জা থাাকবে। পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক ও তার সংলগ্ন এলাকায় আলোকসজ্জা থাকবে। কিছু নতুন জিনিস থাকবে। ছোটখাটো জিনিস। গেলেই দেখতে পারবেন। দুর্গাপুজো, দেওয়ালিতে যেমন পজিটিভিটি কাজ করে তেমনি একসাথে এই উৎসবও উদযাপন করব। কলকাতা ছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, চন্দননগর, ব্য়ান্ডেল, বারুইপুর, আসানসোল, বিধাননগর সহ বিভিন্ন চার্চ ২১ তারিখ থেকে আলো দিয়ে সাজানো হবে। ১ জানুয়ারি পর্যন্ত এটা থাকবে। এটাই আমাদের পরিকল্পনা। পুরো অঞ্চলটা যাতে উৎসবের আনন্দে মেতে ওঠে সেটাই আমাদের একমাত্র চাওয়া। পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় সান্তাক্লজ ঘুরবে। বাচ্চাদের মিষ্টি দেবে, চকোলেট দেবে, জানিয়েছে পর্যটন দফতর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *