দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নবান্নে শনিবার পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের শেষে পৃথকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের বৈঠক হতে পারে জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনা অবশেষে সত্যি হল। এদিন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। শনিবার নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের ঘরে যাওয়ার জন্য অনুরোধ করেন। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর ঘরে যান অমিত শাহ। সেখানে একান্তে বৈঠক হয় দু’জনের মধ্যে। প্রায় ২০ মিনিট ধরে চলে সেই বৈঠক। যদিও ঠিক কী বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি।রাজ্য-রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘাতের আবহে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।নবান্ন সূত্রে খবর, পূর্বাঞ্চলের ৫ রাজ্যের সঙ্গে নিরাপত্তা বৈঠকে সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক হয় অমিত শাহের। এরপর সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর অনুরোধে স্বরাষ্ট্রমন্ত্রী নবান্নর ১৪ তলায় তাঁর নিজের ঘরে যান। সেখানেই প্রায় ১৬ মিনিট ধরে একান্তে কথা বলেন মমতা-অমিত শাহ। তাঁর হাতে একটি চিঠি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে দু’জনের মধ্যে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।সীমান্তে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি, কেন্দ্রীয় বকেয়া-সহ একাধিক বিষয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে। মনে করা হচ্ছে, সে বিষয়ে কথা হয়েছে অমিত শাহ-মমতার মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে দ্রুত কেন্দ্রীয় বকেয়া মেটানোর দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal