Breaking News

বিজেপিতে আসা ভোট বামেদের কাছে ফিরছে কেন?‌অমিত শাহর প্রশ্নে অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতারা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে এসে দলের সদর দফতর মুরলিধর সেন লেনে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই কঠিন প্রশ্ন করে বসেন শাহ। একুশের নির্বাচনে আসা ভোট কেন আবার বামেদের কাছে ফিরছে? কতটা বেড়েছে বামেদের ভোট? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই প্রশ্ন শুনে কার্যত অস্বস্তিতে রাজ‌্য বিজেপির শীর্ষ নেতারা। বৈঠক সূত্রে এমনটাই খবর।একুশের নির্বাচনে বাংলায় বিজেপি প্রধান বিরোধী দল হয়েছে। সেখানে তার পর থেকে প্রত্যেকটি নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি। এমনকী বিজেপিতে আসা ভোট ফিরে যাচ্ছে বামেদের কাছে। এটা অত্যন্ত চিন্তার বিষয় জানিয়েছেন অমিত শাহ বলে সূত্রের খবর। মানুষের সঙ্গে আরও জনসংযোগের নির্দেশ দেন বলে জানা গিয়েছে। শাহ সরাসরি বিজেপি নেতাদের বলেন, বিজেপিকে বিকল্প হিসাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। বিধানসভায় সংখ‌্যা থাকলেই বিরোধী দল হওয়া যায় না। রাস্তায় আন্দোলনে নেমে বিরোধী হতে হয়। সেখানে আন্দোলন ছেড়ে নেতারা খালি কোর্টে যাচ্ছে। এমন সব কড়া দাওয়াই দিয়েছেন তিনি বলে সূত্রের খবর।মুরলীধর সেন লেনে হওয়া বৈঠকে অমিত শাহ এইসব কথা বলছেন তখন সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ–সহ অন্যান্য নেতারা। বামেরা বাড়ির উঠোনে, গ্রামের আলপথ ধরে জাঠা করছে। আর বিজেপি নেতাদের রাস্তায় দেখা যাচ্ছে না বলেই তিনি মন্তব্য করেছেন বলে সূত্রের খবর।একইসঙ্গে নিচুতলার কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার কথাও এদিন বলেছেন শাহ। মঙ্গলবার সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে কথা বলবেন অমিত শাহ। মনে করা হচ্ছে, দলের মধ্যে চলা ক্ষোভ-বিক্ষোভ, কোন্দল, সুকান্ত-শুভেন্দুর মধ্যে দুরত্ব তৈরি হওয়া নিয়ে সমস্ত রিপোর্টই শাহর কাছে গিয়েছে। তাই এইসব বিষয়ে দু’জনকেই দিল্লিতে ডেকে পাঠিয়ে সতর্ক করতে চান অমিত শাহ। এদিকে, শুক্রবার রাতে সুকান্ত-শুভেন্দুর সঙ্গে গাড়িতে যাওয়ার সময় অমিত শাহ সকলকে নিয়ে মিলে চলার নির্দেশ তাঁদের দিয়েছেন বলে খবর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *