Breaking News

কলকাতা বিমান বন্দর থেকে নিখোঁজ উত্তরপাড়ার বাসিন্দা!কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

প্রসেনজিৎ ধর, হুগলি :- বিমানবন্দর থেকে নিখোঁজ মহিলা যাত্রী |এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন মহিলা যাত্রীর স্বামী। হুগলির উত্তরপাড়ার বাসিন্দা কাঞ্চন বাগচী সপরিবার নিয়ে পুণে যাচ্ছিলেন। কিন্তু বিমান দেরী করার কারণে পুণে না যাওয়ার সিদ্ধান্ত নেন। বাতিল করা হয় টিকিট। আচমকাই স্বামী-পরিবার ছেড়ে বিমানবন্দর থেকে উধাও হয়ে যান কাঞ্চনের স্ত্রী। নিখোঁজ ওই মহিলার নাম শুক্লা বাগচী। তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি মহিলার,থানার দ্বারস্থ পরিবার। শুক্রবার কাঞ্চনবাবু তাঁর স্ত্রী শুক্লা বাগচী ও পরিবারকে নিয়ে পুণে যাওয়ার জন্য কলকাতা বিমান বন্দরে পৌঁছন।
সেখানে সমস্ত প্রক্রিয়া শেষ করে বিমানের জন্য অপেক্ষা করতে থাকেন। তবে বেসরকারি বিমানসংস্থার বিমান রওনা দিতে দেরি করায় টিকিট বাতিলের সিদ্ধান্ত নেন কাঞ্চনবাবু।সেই মতো টিকিট বাতিল করে লাগেজ নিতে গেলে, দেখেন তাঁর স্ত্রী শুক্লা বাগচী নেই। সন্ধ্যা সাতটা নাগাদ বিমানবন্দরের ডিপারচার গেট দিয়ে বাইরে বেরিয়ে যান বলে জানা যাচ্ছে। তারপর থেকেই নিখোঁজ তিনি। এরপরই খোঁজ-খোঁজ রব। বিমান বন্দরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সহযোগিতার আবেদন জানিয়েছেন কাঞ্চন বাগচী। গেট থেকে একজন মহিলা বেরিয়ে গেল। কেউ বাধাও দিল না,এ কেমন নিরাপত্তা ব্যবস্থা?”ইতিমধ্যেই কাঞ্চন বাবু এনএস সিবিআই এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। গোটা ঘটনার তদন্তে এন এস সিবিআই ও এয়ারপোর্ট থানার পুলিশ।বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কাঞ্চন বাগচী।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *