Breaking News

ফের কমল তাপমাত্রা!শীতের আমেজ কলকাতা-সহ রাজ্যে

দেবরীনা মণ্ডল সাহা :- শনিবারের পর রবিবারও শীতের আমেজ উপভোগ করতে পারছেন শহরবাসী। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে। তবে শীত থাকলেও আগামী পাঁচদিন রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আপাতত কয়েকদিন নিম্নমুখী থাকবে তাপমাত্রা।সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কুয়াশচ্ছন্ন ছিল আকাশ। কালিম্পঙের থেকে তাপমাত্রা কম দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আগামী কয়েকদিন এরকমই ব্যাটিং করবে শীত, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা আগেরদিনের থেকে কিছুটা কম। শনিবার মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম। রবিবার ছুটির দিনে শীতের আমেজ থাকায় চুটিয়ে শীত উপভোগ করছেন মহানগরের বাসিন্দারা। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও নামবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।জেলাগুলিতে কলকাতার থেকে তাপমাত্রা অনেকটা কম। একাধিক জেলায় ১০ ডিগ্রির আশপাশে রয়েছে তাপমাত্রা। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের এই দাপট চলবে। আগামী পাঁচ দিন আসানসোল তাপমাত্রা থাকতে পারে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে থাকতে পারে ১০.০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে- ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে- ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, দিঘায়- ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কালিম্পংয়ে- ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে- ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া দমদমে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। এছাড়া কৃষ্ণনগরে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, মালদায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস ও সুন্দরবনে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।উত্তরবঙ্গের পার্বত্য-সহ পাঁচটি জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন। উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর তাপমাত্রার সামান্য কমবে। আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল দক্ষিণবঙ্গে এই মুহুর্তে জাঁকিয়ে পড়ছে না শীত। তাপমাত্রার পারদের ওঠানামা চলতেই থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *