নিজস্ব সংবাদদাতা :- সদ্যই তিনি দলত্যাগ করেছেন পুরনো দল ত্যাগ করেই বিজেপিতে যোগদান করেছেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজীবের সঙ্গে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন উত্তরপাড়া ও বালির বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রাণাঘাট পুরসভার প্রাক্তন প্রশাসক পার্থসারথী চট্টোপাধ্যায়, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। আর নতুন দলে যোগ দিতেই এদিন আলিপুরের সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, “আমি জানি যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের সঙ্গে ছিল, বন সহায়তা স্কিমে আমাদের সঙ্গে থাকা এক নেতা কারসাজি করেছে। আমার কাছে অনেকে এই অভিযোগ করেছে।” আজ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে কর্মিসভা থেকেই দলের প্রাক্তন মন্ত্রী সম্পর্কে ক্ষোভ উগরে দেন জননেত্রী।
ভোট এগিয়ে আসতেই একে একে বাংলার শাসক দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন একাধিক নেতামন্ত্রী আর সেই পরিস্থিতিতে হাল ছেড়ে দিতেও রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রতিদিনই নতুন নতুন সভার মাধ্যমে তিনি তাঁর কাজের প্রতি দায়বদ্ধতা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি এটাও বুঝিয়েছেন তিনি ছিলেন, আছেন এবং থাকবেনও।