Breaking News

“বিজেপিতে যারা যেতে চান যেতে পারেন, ভোগীদের যাওয়ার পথ খোলা”, ভোটের আগেই বিরোধীদের সাফ বার্তা মমতার

নিজস্ব সংবাদদাতা :- ইতিমধ্যেই সরগরম চার দিনের উত্তরবঙ্গ সফর, এদিন আলিপুরদুয়ারের সভা থেকেই বিজেপিকে কটাক্ষ করে একাধিক অভিযোগ আনেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ওরা দেশ, জনজাতি বেচে দেবে। জাতপাতে ঝগড়া লাগিয়ে দেবে। ভ্রষ্টাচারীরা প্লেনে যায় আর পরিযায়ী শ্রমিকরা ট্রেনভাড়া পায় না।” তিনি আরো বলেন, “বিজেপিতে গিয়েছো, লঙ্কা কাণ্ড ঘটাবে তোমারই লেজে আগুন দিয়ে। বিজেপিতে যারা যেতে চান যেতে পারেন। ভোগীদের যাওয়ার পথ খোলা।” বেশ কয়েক মাস থেকে ক্রমেই দুর্বল হচ্ছে বাংলার পরিস্থিতি, এমনকি গত কয়েক মাসে ডুয়ার্সের একাধিক নেতা দল বদল করে বিজেপিতে নাম লিখিয়েছেন। গোটা উত্তরবঙ্গ সফরেই থাকছে প্রশাসনিক ও রাজনৈতিক দু ধরনের কর্মসূচি। সূত্রের খবর এই সফর থেকে এদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়।

আর দিন দুই যেতেই এদিন তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একে দল ছেড়ে যাওয়া একাধিক নেতা এবং সুবিধাভোগী নেতাদের উদ্দেশ্যে তিনি আরো জানান, “আমাদের বাঙালি অবাঙালি কিছু নেই। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চাই। গুজরাট বাংলা শাসন করবে না। বাঙালির হাতেই থাকবে বাংলার হ্রাস।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *