Breaking News

পেরিয়ে গিয়েছে সাতাশ ঘন্টা, মৃত্যুর পরেও পুলিশি তৎপরতার অভাবে পচছে রতন শীলের মরদেহ

নিজস্ব সংবাদদাতা :- গতকালই বিনা চিকিৎসায় এসএসকেএমের হাসপাতালের মেডিসিন ওয়ার্ড এ মৃত্যু হয়েছে শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা রতন শীলের। গত ২৭শে জানুয়ারি থেকে হাসপাতালে পড়ে থেকে গতকাল ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টায় মৃত্যু হয়েছে শিলিগুড়ির ওই বাসিন্দার। কিন্তু মৃত্যুর পরেও শান্তি নেই, প্রায় সাতাশ ঘন্টা কেটে যাওয়ার পরেও তার দেহ সৎকার হয়নি। গতকাল বিকেল ৩ টেয় ময়নাতদন্ত শেষ হওয়ার পর সাড়ে ৩ টেয় চিকিৎসকের দেওয়া কাগজপত্র নিয়ে ভবানীপুর থানায় আসে রতন শীলের পরিবার। তবে এই ঘটনা ভক্তিনগর থানার দায়িত্বে থাকার কারণে সেই থানার আইসিকে ই-মেল করে ক্লিয়ারেন্স চেয়ে পাঠান ভবানীপুর থানার ডিউটি অফিসার। সেই মেলের রিপ্লাই না দেওয়ায় মর্গে পচন ধরেছে রতন শীলের দেহে। বারবার ফোন করার পর একবার ফোন তুলে তিনি জানান তিনি মুখ্যমন্ত্রীর ডিউটিতে আছেন। আর এই ঘটনার এত ঘন্টা পরেও শান্তি নেই রতন শীলের পরিবারের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *