প্রসেনজিৎ ধর, কলকাতা :- গঙ্গাসাগর মেলা সংক্রান্ত বিষয়ে গত ২১ ডিসেম্বর নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে নিজেই সাগরদ্বীপে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে যেতে পারেন। পাশাপাশি, কপিলমুনির আশ্রমেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ তারিখে গঙ্গাসাগরে গিয়ে ৫ তারিখ সেখানকার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে ৬ তারিখ কলকাতা ফিরতে পারেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের শীর্ষকর্তা থেকে শুরু করে সভাধিপতি শামিমা শেখ গঙ্গাসাগরে উপস্থিত থাকবেন। আগামী ১৪ জানুয়ারি সাগরদ্বীপে পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে পুণ্যস্নান করবেন তীর্থযাত্রীরা। এবার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগর মেলাতেই রেকর্ডসংখ্যক ভিড় হবে বলে অনুমান রাজ্য প্রশাসনের। তাই এক মাস আগে থেকেই মেলা সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।এদিকে, মুখ্যমন্ত্রী আসার খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগণার জেলা প্রশাসন উচ্চপর্যায়ের বৈঠক করেছে। সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসন চাইছে, মুখ্যমন্ত্রী আসার আগেই প্রস্তুতির কাজ সেরে ফেলতে। প্রসঙ্গত, প্রস্তুতির কাজ দেখতে সেখানে গিয়েছেন, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় প্রমুখ। এছাড়া, গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সাগরের বিধায়ক বঙ্কিম হাজরাকে। তিনি আবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও। তিনিও বেশ কয়েকবার প্রস্তুতি খতিয়ে দেখেছেন।