Breaking News

পঞ্চায়েত ভোটের আগেই কলকাতা থেকে উদ্ধার ৬০ লক্ষ টাকা,গ্রেফতার ৯!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ফের শহরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার । কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা কলকাতার বড়বাজারের বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রায় ৫৯ লাখ টাকা উদ্ধার করেন। এই ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাকার উৎস কী বলতে পারেননি অভিযুক্তরা। হাওয়ালা যোগ কিনা খতিয়ে দেখছে পুলিশ । সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়েছে। এর পিছনে কোনও হাওয়ালা যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিস। সোমবার তারা আলাদা আলাদাভাবে অভিযান চালায়। প্রথমে রজত আঁশ বলে একজনকে আটক করা হয়। জানা গিয়েছে তাঁর বাড়ি হুগলির চন্ডিতলায়। তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে ৯ লক্ষ ৩৭ হাজার টাকা পাওয়া যায়। সেই টাকার উৎস সম্পর্কে কোনও উত্তর তিনি দিতে পারেননি বলেই জানা গিয়েছে।তারপর একে একে বিজয় শর্মা, প্রদীপ চক্রবর্তী, ঝন্টু নস্কর, সন্দীপ ঠাকুর-সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।সব মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা।ওই টাকা বহন করার পরিপ্রেক্ষিতে কোনও যুক্তি দেখাতে পারেননি বহনকারীরা। গোয়েন্দাদের ধারণা, হাওয়ালার টাকা পাচার করা হচ্ছিল। এই তথ্য পুলিশের পক্ষ থেকে আয়কর দফতরকে দেওয়া হবে। হাওয়ালার গদির সন্ধান চালানো হবে। ধৃতরা কোথা থেকে টাকা নিয়ে এসেছিল? তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কোন খাতে ব্যয় করার কথা ছিল? এই পাচারচক্রের মূলে কে বা কারা? এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত ৯ অভিযুক্তকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *