দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দার্জিলিঙে ঘুরতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারল পর্যটক বোঝাই গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। এছাড়াও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। মৃত ২ পর্যটকের নাম গণেশ সরকার (৪৪) এবং রানা চক্রবর্তী (৩২)। গাড়িতে থাকা সকলেই নদিয়ার বাসিন্দা। শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার সাহিদাবাদ চা বাগানের কাছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়া থেকে ৭ জন পর্যটকের একটি দল দার্জিলিঙে ঘুরতে যাচ্ছিল। তখন শিলিগুড়িতে আসতেই ঘটে বিপত্তি। ওই রাস্তাতেই একটি লরির চাকা ফেটে গিয়েছিল। তখন লরিটিকে রাস্তায় দাঁড় করিয়ে চাকা বদল করা হচ্ছিল। সেই সময় পর্যটক বোঝাই গাড়ি সজোরে লরির পিছনে ধাক্কা মারে। এর ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পর্যটকদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।পুলিশ সূত্রে খবর, মৃত্যু হয়েছে ৪৪ বছরের গণেশ সরকার ও বছর বত্রিশের রানা চক্রবর্তীর। তাঁরা দু’জনই নদিয়ার বাসিন্দা। গাড়ির অন্যান্য যাত্রীরা একই পরিবারের সদস্য কি না, তা এখনও জানা যায়নি। পুলিশ দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত করেছে। তবে দুর্ঘটনার জেরে বেড়ানোর আনন্দ বদলে গেল শোকে। দুর্ঘটনার পর গাড়িটি এমনভাবে দুমড়ে মুচড়ে যায় যে সেখান থেকে পর্যটকদের উদ্ধার করতে আধঘণ্টারও বেশি সময় লেগে যায়। পুলিশ লরি এবং আক্রান্ত গাড়ি দুটিকেই থানায় নিয়ে গিয়েছে। সেই সঙ্গে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে শিলিগুড়ির বিধাননগর থানার পুলিশ।