Breaking News

‘গোটা বিশ্ব আমাদের মাতৃভূমি’,’বাংলার জিডিপি ও কর্মসংস্থান বেড়েছে’, জি-২০ সামিট উদ্বোধনে দাবি মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সোমবার থেকে কলকাতায় শুরু হল জি-২০ সামিট। তিনদিন ব্যাপী বৈঠকের উদ্বোধন ছিল আজ। উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন থেকে তিনি বলেন, রাজ্যের জিডিপি এবং কর্মসংস্থান বেড়েছে। সেই সঙ্গে তুলে ধরেন রাজ্যের একাধিক সাফল্য এবং উন্নয়নের কথা। মুখ্যমন্ত্রী’র কথায়, ‘গোটা বিশ্বই আমাদের মাতৃভূমি’।উদ্বোধনী ভাষণে চিরন্তন ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তাই ছড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, ”আপনাদের দেশ, আমাদের দেশ বলে আমি বিভেদ করি না। গোটা বিশ্বই আমার মাতৃভূমি। আপনারা যখন এখানে এসেছেন, তখন এই বাংলা আপনারও। এত বড় একটা সম্মেলনের আয়োজন করতে পেরে, এই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি ধন্য।” এদিন ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম জি-২০ সম্মেলনের আলোচ্য বিষয়।সোমবার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ৪ গুণ জিডিপি এবং কর্মসংস্থান বেড়েছে। বলেন, অতিমারির সময়েও এই বাংলায় বেড়েছে কর্মসংস্থান।

তিনি বলেন, রাজ্যে ১২ লক্ষ কর্মসংস্থান হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এমএসএমই সেক্টরে সমগ্র দেশের মধ্যে এক নম্বরে বাংলা। তিনি ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সাফল্য তুলে ধরে বলেন, এই প্রকল্পের জন্য রাজ্যকে সেরার পুরস্কার দিয়েছে কেন্দ্রীয় সরকার।এদিন তিনি বলেন, স্কুল পড়ুয়াদের সাইকেল এবং স্মার্টফোন দেওয়া হয় এই রাজ্যে। বলেন, জাতি এবং ধর্ম নির্বিশেষে সকলকেই স্কলারশিপ দেওয়া হয়। এদিন রাজ্যের ক্ষুদ্র শিল্পের সাফল্যের কথাও বিশেষভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *