প্রসেনজিৎ ধর,কলকাতা :-জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে হাওড়ার ২ যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওই যুবকদের গ্রেফতার করা হয়েছে খিদিরপুর এলাকা থেকে। ধৃতদের জেরা করছে এসটিএফ।শুক্রবার রাতে কলকাতার খিদিরপুর থেকে তাদের গ্রেফতার করেন গোয়েন্দারা। এরপর একাধিক ঠিকানায় তল্লাশি চালান তাঁরা। সেখান থেকে ল্যাপটপ নথি সহ উদ্ধার হয়েছে বেশ কিছু সন্দেহজনক নথি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার আফতাবউদ্দিন মুন্সি রোডের বাসিন্দা সাদ্দাম ও গোলাম হোসেন লেনের বাসিন্দা সদ্দাম আহমেদের ওপর বেশ কিছুদিন ধরে নজর রাখছিলেন গোয়েন্দারা। শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে তাড়া করে তাদের গ্রেফতার করে এসটিএফ | এরপর সারারাত বেশ কয়েকটি ঠিকানায় তাদের নিয়ে তল্লাশি চালান গোয়েন্দারা। তল্লাশি হয় ধৃতদের বাড়িতে। তল্লাশিতে ল্যাপটপ ও জেহাদি নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাবাদ করেন গোয়েন্দারা। ধৃতদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলে জানা গিয়েছে। তারা খিদিরপুরে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃতদের ১৯ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের সঙ্গে আর কারা যুক্ত তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত বছর হাওড়া থেকে একাধিক ইসলামিক চরমপন্থী জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ|এসটিএফ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই ওই দুই যুবকের উপর নজরদারি চলছিল। নজর রাখা হচ্ছিল তাদের গতিবিধির উপরেও। ওই চক্রে আরও কয়েক জন জড়িত বলে মনে করা হচ্ছে। তাঁদের সম্পর্কে খোঁজখবর পেতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান এসটিএফ আধিকারিকরা। এর আগে হাওড়ারই ডোমজুড়ের বাঁকড়া এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল ২ জনকে।