প্রসেনজিৎ ধর :-মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল উদীয়মান ক্রিকেটার রোহিত যাদব(১৮)। পুলিশ এসে দেহ উদ্ধার করে টি এর জয়সোয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় জেরে এলাকায় শোকের ছায়া। বাংলা অনূর্ধ্ব-১৬ দলের তরুণ ক্রিকেটারের মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ায় । ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তালিকায় নাম থাকার পরেও অবসাদের কারণে আত্মঘাতী হল উদীয়মান এই ক্রিকেটার রোহিত যাদব । পরিবার সূত্রে খবর, তাঁর নাম বাংলা ক্রিকেট দলের প্রথম এগারোতে রয়েছে । বুধবার সকালে ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করার পর তড়িঘড়ি স্থানীয় টি এর জয়সওয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন রোহিতের মা ৷ এই ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিষ অথবা অ্যাসিড জাতীয় কিছু খেয়েই আত্মহত্যা করেছে রোহিত| সূত্রের খবর, রোহিত অনূর্ধ্ব-১৬ বাংলা ক্রিকেট দলে প্রথম এগারোর মধ্যে মনোনীত হয়েছিল। তবে পরিবারে আর্থিক অনটনের কারণে সে খেলা চালিয়ে রাখতে বন্ধুদের কাছ থেকে অনেক টাকা ধার করে ।
তাঁর ও পরিবারের রোজগার সেভাবে না থাকায় ঋণের টাকা পরিশোধ না করতে পেরে মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷রোহিততরুণ ক্রিকেটারের আত্মঘাতী হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷ যদিও রোহিতের মায়ের দাবি, তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে ৷ধারের টাকা শোধ করার জন্য তাকে চাপ দেওয়া হত| তার ফলে রোহিত ফের ধার করে ৷ এই চাপের জন্যই সে ঘটনা ঘটিয়েছে ৷ রোহিত খুব ভালো খেলত ৷প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয় সে। মানসিক অবসাদে ভুগছিল সে। আর সেই থেকেই আত্মঘাতী হয় রোহিত। যদিও এই বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করেনি পরিবারের লোকজন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলুড় থানার পুলিশ |