দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গঙ্গা আরতি শুরু হচ্ছে আগামিকাল থেকে। বারাণসী’র ধাঁচে কলকাতার ঘাটে ঘাটে হবে গঙ্গা আরতি। বুধবার আউট্রাম ঘাটে উপস্থিত হয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।আগামিকাল ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ’র জন্মদিবস। সেই উপলক্ষ্যে এদিন আউট্রাম ঘাটের মূল অনুষ্ঠান মঞ্চে রাখা ছিল স্বামীজি’র ছবি। সেই ছবি’তে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
তারপরেই ঘোষণা করেন গঙ্গা আরতি’র কথা। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, বারাণসীর ধাঁচে কলকাতার ঘাটে গঙ্গা আরতি’র ব্যবস্থা করার। সেই দিন শুরু হচ্ছে আগামিকাল থেকেই।আগামিকাল সন্ধ্যায় বাবুঘাটে বিশেষ গঙ্গা আরতির ব্যবস্থা করা হবে। দক্ষিণেশ্বর, বেলুড়, কালীঘাট, তারাপীঠেও করা হবে গঙ্গা আরতি। তিনি বলেন, ঘাটগুলি সাজানো হবে আলো দিয়ে। তাঁর বক্তব্য, পরিকল্পনা মতো এগানো হচ্ছে। এদিন কেন্দ্রের বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। ফের সরব হন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার দাবিতে। বলেন, কুম্ভমেলা যাবতীয় সুযোগ সুবিধা পায় কেন্দ্রের। তবে গঙ্গাসাগরকে কেন্দ্র কোনও সাহায্য করে না।