দেবরীনা মণ্ডল সাহা:- ফুটবলের মত দেখতে ধাপাস বল। সেই ধাপাস বল খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। ব্যাপক বোমাবাজি হয়। সেই বোমার আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। জয়নগরের আলিপুর গাজিপাড়া এলাকায় ধাপাস বল টুর্নামেন্ট হওয়ার কথা। সেই খেলাকেই কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। জানা গিয়েছে আগামীকাল, অর্থাৎ ১২ জানুয়ারি আলিপুর গাজিপাড়ার মাঠে প্রতিবছরের মত এই বছরও ধাপাস বল খেলা ও মেলার আয়োজন করা হয় স্থানীয় ক্লাবের পক্ষ থেকে। বুধবার তারই প্রস্তুতি চলছিল। প্যান্ডেল বাঁধার সময় হঠাৎ বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় এলাকায়। তারা একের পর এক বোমা ছুড়তে থাকে। বোমার আঘাতে এলাকার কয়েকজন গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার বিশাল পুলিশবাহিনী।
পুলিশের গাড়ি লক্ষ্য করেও দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে স্থানীয়দের অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে জয়নগর থানার বিশাল পুলিসবাহিনী। আহতদের মধ্যে ৭ জনকে চিকিৎসার জন্য জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।এদিকে, পুলিস ঘটনাস্থল থেকে ১২টি ক্যাসেট বোমা উদ্ধার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা। ঘটনাস্থল থেকে জয়নগর থানার পুলিশ দু’জনকে আটকও করেছে, তদন্তে পুলিশ |