Breaking News

ফের ১০ দিনের স্বস্তি, দিল্লি হাইকোর্টে পিছোল অনুব্রত মণ্ডলের মামলার শুনানি!

দেবরীনা মণ্ডল সাহা:-দিল্লি হাইকোর্টে ফের ১০ দিনের জন্য পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের মামলার শুনানি। হাইকোর্ট সূত্র খবর, বিচারপতি মামলা শোনেননি। তাই মামলা পিছিয়ে গিয়েছে। ২৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। গরু পাচার মামলায় শেষ পর্যন্ত বীরভূমের তৃণমূল সভাপতিকে নিয়ে গিয়ে জেরা করা হবে কিনা, তা জানা যাবে ওইদিনই।শুক্রবার বিচারপতি দীনেশ শর্মার এজলাসে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির অনুব্রত মণ্ডলের মামলার শুনানি হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ ইডি। আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। কিন্তু তাঁর বিরুদ্ধে অন্য একটি মামলার জন্য অনুব্রতর দিল্লি যাওয়া কিছুদিনের জন্য পিছিয়ে যায়। এরই মধ্যে তিনি নিজেই রাউস অ্যাভিনিউ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।

সেই মামলায় অনুব্রত অভিযোগ করেন, তাঁকে গ্রেফতারের সময় ইডি গ্রেফতারির কোনও কারণ সংক্রান্ত নথি দেয়নি। একই সঙ্গে তাঁকে গ্রেফতারির বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। দু’টি মামলার শুনানি শুক্রবার হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি শুনতে না চাওয়ায় দশদিনের জন্য মামলা পিছিয়ে গিয়েছে। এর ফলে আগামী দশদিন সংশোধনাগারেই থাকতে হবে অনুব্রতকে। তৃণমূল জেলা সভাপতি বর্তমানে আসানশোল সংশোধনাগারে বন্দি।প্রসঙ্গত, কিছুদিন আগে অবশ্য গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ শুনানিতে মন্তব্য করেছিলেন, তদন্তের এই পর্যায়ে গরু পাচারে মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া সম্ভব নয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *