প্রসেনজিৎ ধর :-অবশেষে ঝালদার পুরপ্রধান নির্বাচন নিয়ে জটিলতা কাটার মুখে। রাজ্য সরকারের দেওয়া অস্থায়ী পুরপ্রধান মনোনয়নের বিজ্ঞপ্তি খারিজ করে নতুন করে পুরপ্রধান নির্বাচনের বিজ্ঞপ্তি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, আগামী ১৬ই জানুয়ারি ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন করতে হবে।হাইকোর্টের নির্দেশ, ১৬ জানুয়ারি সোমবার সকাল ১১টায় নতুন করে ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন করতে হবে। ওই নির্বাচন হবে জেলাশাসকের তত্ত্বাবধানে এবং পুলিশ প্রশাসনের নজরদারিতে।বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, পুরুলিয়ার জেলাশাসক এবং পুলিশ প্রশাসনের নজরদারিতে হবে নির্বাচন প্রক্রিয়া। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে। গত ২ ডিসেম্বর রাজ্য সরকার তৃণমূল কাউন্সিলর জবা মাছোয়াড়কে অস্থায়ী পুরপ্রধান হিসাবে নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছিল, সেটি এদিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে কংগ্রেস ও নির্দল জোটের পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের পদকেও মান্যতা দিল না কোর্ট। ২ ডিসেম্বর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর জবা মাছোয়াড়কে অস্থায়ী পুরপ্রধান হিসাবে নিয়োগ করার পরদিনই কংগ্রেস এবং নির্দল কাউন্সিলররা শিলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান নির্বাচিত করেন।ঝালদা পুরসভায় গত ২১ নভেম্বর আস্থাভোটে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। অপসারিত হন তৃণমূলের পুরপ্রধান সুরেশ আগরওয়াল।
তার পর থেকেই পুরবোর্ডের চেয়ারম্যান নির্বাচন নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে চাপান-উতোর চলছিল। এর মধ্যে দু’দলের মনোনীত পুরপ্রধান জবা এবং শীলা একসঙ্গে ঝালদা পুরসভায় এসে পৌঁছন। তখন ঝালদা নিয়ে ‘নাটক’ নতুন মোড় নেয়। শেষে সমস্যার কথা জানিয়ে রাজ্যপালকে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্ট ঝালদা পুরসভা নিয়ে স্থগিতাদেশ জারি করে। হাইকোর্ট বলে, পুরুলিয়ার জেলাশাসকই আপাতত পুরসভার দায়িত্ব নেবেন।