Breaking News

বেতনের টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন ববিতা?আইনজীবীকে জিজ্ঞাসা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়‌

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রিয়াঙ্কা সাউয়ের জায়গায় চাকরি দাবি করতে এসে হাইকোর্টের জরিমানায় ৫০ হাজার টাকা খোয়ালেন একাদশ-দ্বাদশের এক চাকরিপ্রার্থী। শুক্রবার এই সংক্রান্ত মামলায় প্রীতি নার্জিনারি নামে উত্তরবঙ্গের ওই চাকরিপ্রার্থীর আনা মামলা খারিজের পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতকে ভুল তথ্য দিয়ে বিপথে চালানোর অভিযোগে মামলাকারীকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ২১ দিনের মধ্যে সেই টাকা দিতে হবে।একাদশ–দ্বাদশের শিক্ষিকা প্রিয়াঙ্কা সাউ। কলকাতা হাইকোর্টের নির্দেশেই তাঁর নিয়োগ হয়েছিল। কিন্তু প্রিয়াঙ্কার চেয়ে বেশি নম্বর পেয়েছেন বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন প্রীতি। তবে তাঁর অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেকেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তখন সামনে আসে প্রীতির অভিযোগ ভুয়ো। এমনকী প্রীতির দাবির সপক্ষে দাখিল করা তথ্যে সন্তুষ্ট হতে পারেনি আদালত। আর তখনই জরিমানা করা হয় তাঁকে।এই মামলাতেই উঠে আসে ববিতা সরকারের কথা। ববিতা টাকা গচ্ছিত রেখেছেন?‌ তাঁর আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি। তাঁর আইনজীবী বিচারপতিকে জানান, আদালতের নির্দেশ মতো ফিক্সড ডিপোজিট করেছেন তিনি। আগামী ৩ ফেব্রুয়ারি ববিতার মামলার শুনানি। অঙ্কিতার নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এনে কলকাতা হাইকোর্টের বিচারে যোগ্য প্রার্থী হয়ে সেই জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা সরকার।‌

এই প্রশ্ন করার পর গুঞ্জন শুরু হয়েছে ববিতা সরকারের চাকরিটিও যাবে।আগামী ৩ ফেব্রুয়ারি ববিতার মামলার শুনানির দিন ধার্য করে আদালত। সম্প্রতি মন্ত্রীকন্যা অঙ্কিতার নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এনে, আদালতের বিচারে যোগ্য প্রার্থী হয়ে সেই জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা সরকার।আদালতের প্রশ্ন, গত ১৪ জুলাই স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে সমস্ত নম্বরের বিভাজন-সহ নম্বর ব্রেক আপ লিস্ট টাঙিয়ে দেয়। সেপ্টেম্বরে প্রিয়াঙ্কা মামলার পর চাকরি পান। তার মধ্যেও কেন তিনি আবেদন করেননি? আদালতের যুক্তি, সেক্ষেত্রে আদালতে আসার আগে কমিশনের দ্বারস্থ হতে হয়। তিনি কমিশনেও আলাদা করে আবেদন করে বিষয়টি জানাননি। তিনি একটি স্কুলে নবম-দশমে শিক্ষকতা করছেন, এরপর আবার একাদশ-দ্বাদশে সুপারিশ নেওয়া যায় না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *