Breaking News

গঙ্গাসাগরমুখী পূণ্যার্থীদের যাত্রায় বাধ সাধছে কুয়াশা!ব্যাহত ট্রেন ও ভেসেল পরিষেবা

দেবরীনা মণ্ডল সাহা:- মকর সংক্রান্তির স্নান শুরু হচ্ছে শনিবার সন্ধ্যায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা রওনা দিচ্ছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কিন্তু ঘন কুয়াশার দাপট তাল কাটল পূণ্যার্থীদের যাত্রায়। শনিবার সকালে ঘন কুয়াশার জেরে কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ল না গঙ্গাসাগরগামী লঞ্চ।কচুবেড়িয়ার ৮ নম্বর লটেও লঞ্চ এবং ভেসেল পরিষেবা বন্ধ। এমনকী বাবুঘাট থেকেও ছাড়ছে না বাস। তাই পুণ্যস্নানের আগে বিপাকে পড়লেন অগণিত পুণ্যার্থী।ঘন কুয়াশার জেরে কাকদ্বীপের লট নম্বর–৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আজ, শনিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ ছিল লট নম্বর–৮ এবং কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা। শুক্রবার রাত থেকে প্রচুর পুণ্যার্থী আটকে রয়েছেন এখানে। এমনকী ঘন কুয়াশার জেরে সকাল থেকে নামখানা–বেনুবন পয়েন্টের লঞ্চ–বাস পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রয়েছে। মিলেনিয়াম পার্ক থেকে শনিবার সকালে ক্রুজ ছাড়ার কথা থাকায় মিলেনিয়াম পার্কের কাছে জেটি ঘাটে উপস্থিত হন কমপক্ষে ২২১ জন তীর্থযাত্রী। যদিও ঘন কুয়াশার জেরে বন্ধ ভেসেল।আজ, শনিবার ভোরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলও বিঘ্নিত হয়।

রাত ৩টে ৪৫ মিনিটের আপ ক্যানিং–শিয়ালদা লোকাল চম্পাহাটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। তার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। তবে পরে আবার সকাল থেকে ট্রেন পরিষেবা মেলে। বাবুঘাট থেকে বাস পরিষেবাও বন্ধ করা হয়েছে। সিএসটিসি, সিটিসি, এসবিএসটিসি’‌র প্রায় ৪০টি বাস এখনও দাঁড়িয়ে রয়েছে বাবুঘাট বাসস্ট্যান্ডে।এদিন বেলার দিকে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ায় আসতে আসতে চালু হয়েছে ভেসেল পরিষেবা। তবে এখনও লট নম্বর–৮ এর কাছে বিপুল সংখ্যক পুণ্যার্থীরা আটকে রয়েছেন। শনিবার সন্ধ্যেবেলায় শুরু হচ্ছে মকর সংক্রান্তির স্নান। সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলযে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *