প্রসেনজিৎ ধর, কলকাতা :-সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ (মহার্ঘ ভাতা) মামলার শুনানি। ১৫ মার্চ পরবর্তী শুনানি। সোমবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল। রাজ্যের পেশ করা হলফনামায় ত্রুটি রয়েছে। তাই মামলার শুনানি পিছিয়ে গেল দু’মাস।সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের দাখিল করা হলফনামায় ত্রুটি থাকায় এই মামলার পরবর্তী শুনানি ২ মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনাই হবে আগামী ১৫ মার্চ। ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় বসে রয়েছেন রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম বার শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে। পরে শুনানির দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়।
পাশাপাশি, এই মামলা শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। সেখানে ছিলেন দুই বাঙালি বিচারপতি— বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্ত। কিন্তু ওই দিনই মামলাটি থেকে বিচারপতি দত্ত সরে দাঁড়ান। ফলে মামলার শুনানি হয়নি। জানুয়ারিতে আবার শুনানি হওয়ার কথা ছিল। সেই মতো ১৬ জানুয়ারি, সোমবার পরবর্তী শুনানির দিন ঠিক হয়। কিন্তু শেষ পর্যন্ত এদিনও তা হল না। স্বাভাবিক ভাবেই এই ঘটনা কিছুটা হলেও ধাক্কা দিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের।