Breaking News

‘বাংলাকে ভাতে মারার চেষ্টা’, ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা:-কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে। অন্যান্য রাজ্য টাকা পেলেও বাংলাকে তার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না।তাঁর অভিযোগ, ১০০ দিনের টাকা, গ্রামীণ রাস্তা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। এরপরেই বিজেপি এবং বিজেপি শাসিত কেদ্রকে নিশানা করে তিনি বলেন, বিজেপি যদি নিজেদের পকেটের টাকা ভাবে তাহলে ভুল করছে। জমিদারি ভাবলে ভুল করছে। রাজ্যকে কেন্দ্র দয়া করে না। এই টাকা রাজ্যের প্রাপ্য। তাঁর অভিযোগ, রাজ্য থেকে কর তোলা হয় কিন্তু রাজ্যের প্রাপ্য দেয় না।মমতা আরও বলেন, “কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দেয়নি। গ্রামীণ রাস্তার টাকাও দিচ্ছে না। আমাদের এখান থেকে কর তুলে নিয়ে যায়। কেউ যদি মনে করে থাকে এটা বিজেপির জমিদারি, নিজস্ব তহবিল তাহলে ভুল করছেন। মানুষের টাকা মেরে, বাংলাকে ভাতে মেরে, এই কেন্দ্রীয় রাজত্ব চলবে না। রাম, বাম, শ্যাম এক হয়েছো।

আমাকে ভাতে মারতে গিয়ে শ্রমিক, কৃষকদের ভাতে মারছো। লজ্জা করে না। ক্ষমতা দেখাচ্ছো? আজ ক্ষমতা আছে বলে হিরো। কাল ক্ষমতা থাকবে না বিগ জিরো।”বিজেপি নেতাদের বিরুদ্ধে আরও একবার ষড়যন্ত্র করার অভিযোগে সরব হন মমতা। তাঁর কথায়, “দিল্লির লাড্ডুরা রয়্যাল বেঙ্গল টাইগারদের কী আটকানো যায়? মাঝে মধ্যে খাঁচায় ধরে রেখে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার যদি বিপ্লব করে? কুৎসা, অপপ্রচার, দাঙ্গার চক্রান্তকে নস্যাৎ করে দেয়?”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *