দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-হঠাৎ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপরই রুদ্ধদ্বার বৈঠকে বসলেন দু’জন। মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক চলে টানা ১৬ মিনিট। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক নানা গুঞ্জনের জন্ম দিয়েছে।এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় নবান্নের ১৪ তলায় আসতেই তাঁকে নিজের ঘরে ডেকে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কী বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক তা কেউ খোলসা করেননি। সোমবার মুর্শিদাবাদে সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু’পক্ষের বৈঠকের পর মুখ্যমন্ত্রী রওনা দেন এসএসকেএম হাসপাতালে।এদিন বিকেল ৪টে নাগাদ নবান্নে পৌঁছান মহারাজ। ৪টে ২০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন। ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হল? সাক্ষাতের পর থেকেই এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, সৌরভ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। শুধু জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই দেখা করতে গিয়েছিলেন।কারও অনুমান, ক্রিকেট অ্যাকাদেমি নিয়ে এদিন আলোচনা হয়েছে। আবার অনেকেই উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গও। তবে সৌরভ এতদিন বরাবরই এড়িয়ে চলেছেন রাজনীতি। অন্যদিকে গত এপ্রিল মাসে সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তখন মহারাজ ছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। এখন তিনি পদে নেই। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে পাঠালেন নবান্নে?এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি। তবে এবারের মমতা–সৌরভ সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।আবার ২০২২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২২ সালেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট। তবে তখন সঙ্গে ছিল তাঁর মেয়ে সানাও। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, কোনও কাজের বিষয়ে কথা হয়নি। নিছকই আড্ডার মেজাজে কথা চলছিল। আর আজ দু’পক্ষের বৈঠক শেষে সৌরভ সংবাদমাধ্যমে শুধু বলেন, ‘এটা একান্তই ব্যক্তিগত বিষয়’।সাক্ষাতের কারণ স্পষ্ট না হওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে। সৌরভ কি রাজনীতিতে পা দিতে চলেছে, সে জল্পনাও নতুন করে উসকে গেল সোম-বিকেলে। কারণ এর আগে একুশের বিধানসভা নির্বাচনের আগেও তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা জোড়ালো হয়েছিল।