Breaking News

৮ বছরেও টেটের ফল জানতে পারেননি পরীক্ষার্থী!মানিককে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট

প্রসেনজিৎ ধর, কলকাতা :- জেলবন্দি প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। সোমবার ২০১৪ প্রাথমিক টেটের ফল সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপধ্যায়। পর্যবেক্ষণে তিনি বলেন, সংসদের সর্বোচ্চ পদে এমন একজন বসেছিলেন বলেই এই দুর্নীতি হয়েছে।জানা গিয়েছে, ২০১৪ সালের টেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন মালারানী পাল। কিন্তু ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কি না, পর্ষদ তা জানায়নি বলে অভিযোগ। তাঁর দাবি ৮ বছরেও পরীক্ষার ফল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলকারীর বক্তব্য, ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের টেটেও অংশ নিতে পারেননি তিনি। অর্থাৎ তিনি বঞ্চিত হয়েছেন।এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘পরীক্ষা দিয়ে ফল জানা পরীক্ষার্থীর অধিকার। সংসদের শীর্ষপদে এমন একজন মানুষ ছিলেন বলেই এসব হয়েছে।’ এর পর মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করেন তিনি। ১৫ দিনের মধ্যে মানিকবাবুকে এই টাকা দিতে হবে বলে নির্দেশে জানিয়েছেন তিনি। মানিকবাবুকে জেলে গিয়ে আদালতের নির্দেশনামা পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। নির্দেশনামা পৌঁছে দেবেন আইনজীবী।

হাইকোর্টের পর্যবেক্ষণ, পরীক্ষা দিয়ে ফল জানার অধিকার প্রত্যেক পরীক্ষার্থীর রয়েছে। কিন্তু পর্ষদের শীর্ষ পদে এমন এক ব্যক্তি ছিলেন, তাঁর জন্যই সকলে বঞ্চিত হয়েছেন। এরপরই মানিককে জরিমানা করে আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ১৫ দিনের মধ্যে জরিমানার অর্থ দিতে হবে। বর্তমানে জেলে রয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে হাই কোর্টের নির্দেশের কপি নিয়ে যাবেন মামলকারীর আইনজীবী। ৩০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *