দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অন্যের সুপারিশপত্র ও নিয়োগপত্র জাল করে বাবার স্কুলে চাকরি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের একটি স্কুলের ওই ঘটনায় ডিআইজি সিআইডিকে তলব করল কলকাতা হাইকোর্ট। সোমা রায় নামে এক চাকরিপ্রার্থীর অভিযোগ, আরটিআই করে তিনি জানতে পেরেছেন, মুর্শিদাবাদ গোথা এ আর হাই স্কুলে ভুগোলের শিক্ষকের পদে ৩ বছর ধরে চাকরি করছেন অনিমেষ তিওয়ারি নামে এক যুবক।
তাঁর বাবা আশিস তিওয়ারি ওই স্কুলেরই প্রধান শিক্ষক। অনিমেষ ২০১৬ ভুগোল বিষয়ে SLST পরীক্ষায় বসেননি। তাহলে কী করে চাকরি পেলেন তিনি | মামলায় SSC জানিয়েছে, ওই পদে আতাউর রহমান নামে এক যুবককে সুপারিশ পত্রের মেমো নম্বর ব্যবহার করে নিয়োগপত্র তৈকি করেন অনিমেষ। সেই নিয়োগপত্র দেখিয়ে বাবার স্কুলে চাকরি পান তিনি | অভিযোগ শুনে হতবাক বিচারপতি বসু বলেন, এই ঘটনা আর কোথায় ঘটেনি তো? প্রধান শিক্ষক যুক্ত না থাকলে এই ঘটনা ঘটা সম্ভব নয়। সিআইডিকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে চাই। তারা তদন্তভার নিতে রাজি আছে কি না জানাতে বৃহস্পতিবার সকাল ১০টায় আদালতে হাজিরা দিতে হবে ডিআইজি সিআইডিকে। সিআইডিকে তদন্ত করে বলতে হবে, ওই নিয়োগের মধ্যে কোনওরকম জালিয়াতি হয়েছে কিনা |