প্রসেনজিৎ ধর, কলকাতা :- গায়িকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পানশালার ব্যান্ডমাস্টার। কসবা এলাকায় নিজের ফ্ল্যাট থেকে গগন কুমার ওরফে রণবীর জন নামে ওই ব্যান্ড মাস্টারকে গ্রেফতার করেছে কলকাতার কসবা থানার পুলিশ।বেনিয়াপুকুরের একটি পানশালায় গান গাইতেন অভিযোগকারী বছর তেত্রিশের গায়িকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনী কলকাতার বেনিয়াপুকুর এলাকার এক পানশালার গায়িকা। মঙ্গলবার কসবা থানায় গিয়ে তিনি অভিযোগ করেন, তাঁকে ধর্ষণ করেছেন ব্যান্ডমাস্টার রণবীর জন। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। কসবার ফ্ল্যাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তারা। ধৃত পঞ্জাবের স্থায়ী বাসিন্দা বলে জানা গিয়েছে।ডিসেম্বরের শেষ সপ্তাহে এক রাতে তিনি পানশালা থেকে বাড়ি ফেরার সময় লেকটাউন এলাকায় তাঁর উপর রণবীর নামে ওই যুবক চড়াও হন বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে গায়িকার দাবি, রণবীর তাঁকে যৌনতার প্রস্তাব দেন। তিনি প্রত্যাখ্যান করলে জোর করেন এবং হুমকিও দেন। রণবীর ওই পানশালার ব্যান্ডমাস্টার বলে জানান গায়িকা। সেই কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এতদিন ভয়ে তিনি পুলিশের অভিযোগ জানাতে পারেননি।অভিযোগকারিনীর দাবি, এর আগেও রণবীর জনের সঙ্গে কাজ করেছেন তিনি। তখন রণবীর তাঁকে দুবাইয়ে ভালো কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন। রণবীরের আশ্বাসে দুবাইয়ে পৌঁছেও যান তিনি। কিন্তু সেখানে আশানুরূপ কাজ পাননি। তার পর কলকাতায় ফিরে আসেন তিনি। ফের যোগ দেন রণবীরের ব্যান্ডে। নির্যাতিতার দাবি, গত ২৮ নভেম্বর বিবাদ মিটিয়ে নেওয়ার নাম করে তাঁকে কসবার ফ্ল্যাটে ডেকে পাঠায় রণবীর। সেখানে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। ধর্ষণের কথা পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগ পেয়ে রণবীরের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে পোশাক খুলে নেওয়া, ধর্ষণসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে কসবা থানা। যদিও ঘটনার এতদিন পর অভিযোগকারী কেন পুলিশের দ্বারস্থ হলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। আদালতে পেশ করে অভিযুক্তকে হেফাজতে চেয়েছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।