প্রসেনজিৎ ধর :- সাতসকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হন ৫ সেনা জওয়ান। তাঁদের মধ্যে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। বাকি চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের পাঁচ প্ল্যাটফর্মে ঢুকছিল একটি ট্রেন। বিশেষ ওই ট্রেনে চেপে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ভারতীয় সেনার একটি ব্যাটেলিয়ন যাচ্ছিল। ট্রেনে সেনার গাড়িও ছিল। প্রাথমিকভাবে খবর, ট্যাঙ্কে কতটা জল আছে, তা মাপার চেষ্টা করেন জওয়ানরা। তখনই ঘটে বিপত্তি। ওভারহেড তার স্পর্শ করে ফেলেন তাঁরা। ঘটনাস্থলেই এক জওয়ানের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। সেই ঘটনায় আরও চারজন জওয়ান আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের রেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত ব্যাঙডুবি সেনা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। তবে বিষয়টি নিয়ে সেনার তরফে আপাতত কিছু জানানো হয়নি।
আহত জওয়ানদের শারীরিক অবস্থার বিষয়েও প্রাথমিকভাবে কোনও খবর মেলেনি। তারই মধ্যে ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। বিষয়টি নিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ভারতীয় সেনার ওই বিশেষ ট্রেনটি। সেইসময় ট্যাঙ্কের জলের পরিমাণ মাপার চেষ্টা করেছিলেন জওয়ানরা। সেইসময় ২৫,০০০ ভোল্টের বিদ্যুৎ শক লাগে। মৃত্যু হয় এক জওয়ানের। বাকি চারজনের চিকিৎসা চলছে।যদিও সেনার তরফে এখনও মৃত্যুর খবর স্বীকার করা হয়নি।ঘটনাস্থলে আরপিএফ, সেনা আধিকারিকরা পৌঁচছেন। গোটা স্টেশন ঘিরে ফেলেছে সেনা। তবে ঘটনা সম্পর্কে তাদের তরফে কোনও মন্তব্য করা হয়নি।