Breaking News

ওবিসি-দের জন্য বাংলায় এবার নয়া প্রকল্প ‘মেধাশ্রী’র ঘোষণা মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা :-বাংলায় বসবাস করা অনগ্রসর সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প চালুর কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বৃহস্পতিবার তিনি আলিপুরদুয়ারের প্রশাসনিক সভার মঞ্চ থেকেই OBC’দের জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করেন।এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, বাংলার ছাত্রছাত্রীদের বিপদ বোধ করার কারণ নেই। কেননা দিদি রয়েছেন। বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এবার রাজ্য সরকারই ৮০০ টাকা করে ভাতা বা বৃত্তি দেবে। আর সেই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী রেখেছেন মেধাশ্রী। সমস্ত ওবিসি পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে একহাত নেন | এই নয়া প্রকল্প নিয়ে বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু, আমরা তাদের স্কলারশিপ দেবো।

আমরা এবার থেকে রাজ্যের ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেবো মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে স্কলারশিপ দেওয়া হবে। এমন ভাব দেখাচ্ছে যে, ওরা টাকা দিচ্ছে। ওবিসি ছাত্রছাত্রীদের টাকা বন্ধ করেছে। তবে আমরা পাশে আছি। কারও পড়াশোনা আটকাবে না।’‌কেন্দ্রীয় সরকারের এই কাজকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী কবিতা আউড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌কুকুরের কাজ কুকুর করেছে। আমি কাউকে কুকুর বলছি না। তবে বাংলায় একটা প্রবাদ রয়েছে। কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?‌’‌ তফশিলি জাতি এবং উপজাতি পরিবারের মেয়েদের স্কুলছুট রুখতে এবং শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনতে চালু করা হয়েছিল শিক্ষাশ্রী প্রকল্প। এবার মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে ওবিসি পড়ুয়ারাও এই সুবিধা পাবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *