দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা ও বিধাননগর পুর এলাকায় নিয়ম মেনে চালানো যাবে হুক্কা বার। মঙ্গলবার এক রায়ে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। রাজ্য সরকারের সিদ্ধান্তকে বেআইনি বলে উল্লেখ করেন তিনি। সঙ্গে বলেন, হুক্কা বারে বেআইনি কিছু হলে পদক্ষেপ করতে পারবে পুলিশ।গত মাসে কলকাতার সমস্ত হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তার দেখাদেখি বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত পুলিশ কমিশনারকে আবেদন জানিয়ে চিঠি পাঠান। আবেদন খতিয়ে হুক্কা বার বন্ধ করার আশ্বাস দিয়েছিলেন। যেহেতু হুক্কা বার চালানোর জন্য পৃথকভাবে লাইসেন্স নেওয়া থাকে, তাই বার বন্ধের নিষেধাজ্ঞা নিয়ে আপত্তি তুলে কলকাতা রেস্তরাঁ অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তাঁদের হয়ে আইনজীবী হিসেবে সওয়াল করেন জয়দীপ কর। মঙ্গলবার তারই শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন। তাঁর মত, রাজ্য চাইলে আলাদা আইন করতে পারে। কিন্তু পুলিশ এভাবে বন্ধ করতে পারেন না।
হুক্কা শুধু একটি ধূমপানের অঙ্গ। কলকাতা পুরসভা বা বিধাননগর পুরসভার কোন অধিকার নেই হুক্কা বার বন্ধ করার, যতক্ষণ না রাজ্য আইন আনছে। ডিসেম্বরের শুরুতে কলকাতা শহরে হুক্কা বার নিষিদ্ধ ঘোষণা করে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানান, হুক্কা বারগুলিতে বেআইনি কাজ ও মাদক সেবনের অভিযোগ আসছে। তাই সেগুলির লাইসেন্স বাতিল করবে পুরসভা। পুরসভা নিষেধাজ্ঞা জারির পর বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে হুক্কা বারের মালিক ও কর্মচারীদের গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় সরঞ্জাম। এরই মধ্যে বিধাননগর পুরসভাও হুক্কা বার নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই পুরসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হুক্কাবার মালিকদের সংগঠন।
সেই মামলার রায় দিতে গিয়ে মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থা বলেন, হুক্কা বার নিষিদ্ধ করার ক্ষেত্রে আইন মানেনি কলকাতা ও বিধাননগর পুরনিগম। মর্জি মতো কোনও কিছু এভাবে বন্ধ করা যায় না। হুক্কা বার বন্ধ করতে গেলে রাজ্য সরকার বা পুরনিগমকে আইন প্রণয়ন করতে হবে।