দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই কুন্তল ঘোষ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। বললেন, “এরাই ওদের (তৃণমল) অ্যাসেট। এদের হ্যান্ডলার বলা হয়। সবার সঙ্গে কুন্তলের ছবি আছে। আজ অনেকেই চিনতে চাইছেন না।” এরপরই অভিষেককে নিশানা করে বলেন, “অভিষেকের ডান দিকে বিনয় মিশ্র আর বাঁদিকে কুন্তল ঘোষ থাকে কেন? উনি বলছেন আমি সৎ। অসৎ প্রমাণে ফাঁসি দিয়ে দাও। যদি সেরকম ঘটনা ঘটে, হয়তো একদিন সেই ছবিও দেখা যাবে।”এদিন মর্নিং ওয়াক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মুখ খোলেন রাজ্য বিজেপির অন্যতম এই বিজেপি শীর্ষ নেতা। নেতাজি জয়ন্তী পালন ঘিরে রাজ্যজুড়ে প্রতিযোগিতা হয়েছে। এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘এটা ভালো তো। খারাপ কী? নেতাজিকে সম্মান জানানোর প্রতিযোগিতা ভালো। আরও ৫০ বছর আগে এটা হওয়া উচিত ছিল। যুব সমাজ আইকন খুঁজে বেড়াচ্ছে। আজ আমাদের এদিক ওদিক ঘুরে বেড়ানো যুব সমাজের কাছে একটা আদর্শ থাকত। নেতাজিকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছিল। সেই চক্রান্ত ফাঁস হয়ে গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজিকে সম্মান দিয়েছেন।’ ধর্মতলায় আইএসএফের অবরোধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়। এই প্রসঙ্গে কার্যত নওশাদের পাশে দাঁড়িয়েছেন দিলীপ। তিনি বলেন, ‘বিরোধী দল প্রোগ্রাম করতে গেলেই তাকে আটকাবে কেন? আমরা তার ভুক্তভোগী। আমরা লড়াই করেছি। মানুষ সাহস পেয়েছেন। আইএসএফ একটা রাজনৈতিক দল, তাদের নির্বাচিত বিধায়ক রয়েছে। কোনও কর্মসূচি করতে গেলেই তাদের ওপর বোমা মারবেন, এটা কেউ সমর্থন করবেন না। আমরা চাই, মানুষকে কষ্ট না দিয়ে আন্দোলন হোক।’