প্রসেনজিৎ ধর, কলকাতা :- শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে তাপস মণ্ডল ওতোপ্রত ভাবে জড়িতে তা প্রমাণ করতে এবার মাঠে নামলেন কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষ। ইডির কাছে তিনি দাবি করেছেন, রীতিমতো তাদের নিউ টাউনের ফ্ল্যাটে ঘাঁটি গেড়েছিলেন তাপসবাবু। দিনের পর দিন সেখান থেকেই অফিসের কাজ সারতেন তিনি। এমনকী ইডির তল্লাশির সময় তাপসবাবুর ইনসুলিন রাখা ছিল কুন্তলের বাড়ির ফ্রিজে।ইডির হাতে ধৃত হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের কাছে তিনি টাকা চেয়েছিলেন। মঙ্গলবার সকালে ইডি দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এসে এমনটাই জানালেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল। পাশাপাশি, কুন্তলের স্ত্রী তাঁদের ফ্ল্যাটের ফ্রিজে তাপসের ইনসুলিন মিলবে বলে যে দাবি করেছেন, তাকেও ‘মিথ্যা’ বলছেন মানিক-ঘনিষ্ঠ। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস বলেন, ‘‘আজকে আমাকে ইডি ডেকেছে। তাই হাজিরা দিতে এসেছি। আমি কখনও ওই ফ্ল্যাটে থাকিনি।
আমার ইনসুলিন ওখানে পাওয়া গিয়েছে, সেটা প্রমাণ করা হোক।’’কুন্তলের দাবির সমর্থনে তাঁর স্ত্রী জয়শ্রী ইডিকে জানিয়েছেন, তাঁদের লেকটাউনের ফ্ল্যাটে যাতায়াত ছিল তাপসবাবুর। সেখানে বসেই সংগঠন ও তাঁর প্রতিষ্ঠানের কাজ সামলাতেন তিনি। এমনকী বহুবার রাত্রিবাসও করেছেন। এমনকী তাঁকে ফ্রিজে তাপসবাবুর ইনসুলিন রয়েছে বলেও দাবি করেন তিনি।কুন্তলের অভিযোগ, তাপস এবং তাঁর সহযোগী নীলাদ্রি ঘোষ হুমকি দিয়ে তাঁর কাছ থেকে অনেক টাকা হাতিয়েছেন এবং তাঁকে টাকা দেওয়ার জন্য ক্রমাগত ‘চাপ’ দিতেন। সেই প্রসঙ্গে তাপস জানান, সেই টাকা তিনিই চেয়েছিলেন এবং চাকরিপ্রার্থীদের ফেরত দিতেই তিনি সেই টাকা চেয়েছিলেন। তাপসের কথায়, ‘‘নীলাদ্রি আমার কাছে আসত। আমার পরিচিত ছিল। আর কুন্তলের কাছে টাকা তো চাইবই। টাকা ওকে দেওয়া হয়েছে, সেই টাকা চাইব না! ও যে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়েছে, সেই টাকাই ফেরত চাওয়া হয়েছিল।’’