Breaking News

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া রেড রোডে!রেড রোড থেকে শপিং মল কড়া নজরদারি বলয় গড়ে তুলছে কলকাতা পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আগামী ২৬ জানুয়ারি রেড রোডে প্রজাতন্ত্র দিবস পালিত হতে চলেছে। এবারের প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজের দেড় ঘন্টার চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হল দুদিন আগেই। মঙ্গলবার সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া সম্পন্ন হল। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ইস্টার্ন কমান্ডের জওয়ানদের পাশাপাশি এদিনের এই মহড়ায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রিরা উপস্থিত হয়। ২৬ জানুয়ারির দিন শহর কলকাতাকে সমস্তরকম নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।আজকের এই মহড়ার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) শুভঙ্কর সিনহা সরকার জানান,এবার কলকাতা রেড রোডে ২৬ শে জানুয়ারির কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী।উল্লেখ্য, এই বছরের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারতীয় স্থল সেনার অত্যাধুনিক সমরাস্ত্রও প্রদর্শিত হবে। সঙ্গে থাকবে কলকাতা পুলিসের মহিলা রেপিড ফোর্স এবং উইনার্স। একইসঙ্গে প্রদর্শিত হবে দুর্গাপুজো।

উপস্থিত থাকবে মোট ১৭ স্কুলের পড়ুয়ারাও। কলকাতা পুলিশের একাধিক পদে থাকা আই পি এস সহ এসিস্ট্যান্ট কমিশনার এবং ইন্সপেক্টর মিলিয়ে প্রায় ৯০ জন পুলিশ আধিকারিক পুরো বিষয়টি দেখভালের দায়িত্বে থাকবেন। এছাড়াও আলিপুর চিড়িয়াখানা থেকে শপিং মল এবং শহর কলকাতার দর্শনীয় দ্রষ্টব্য স্থানগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে বলেও এদিন জানান তিনি। ২৬ শে জানুয়ারি উপলক্ষে শহর কলকাতাকে সমস্ত রকম নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন শুভঙ্কর সিনহা সরকার।২৪ জানুয়ারি চূড়ান্ত মহড়ার জন্য রেড রোড সকাল সাড়ে ৬ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে।২৫ জানুয়ারি দুপুর থেকে ২৬ তারিখ প্যারেড শেষ না হওয়া পর্যন্ত রেড রোড ছাড়াও লাগোয়া কিছু রাস্তা বন্ধ থাকবে। সেগুলি হল- হসপিটাল রোড, লাভার্স লেন, কুইনস ওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, পলাশী গেট রোড, খিদিরপুর রোড (আংশিক), রানি রাসমণি অ্যাভিনিউ (দক্ষিণ ভাগ)। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ মহড়ার জন্য মঙ্গলবার ভোর থেকে আংশিক যান নিয়ন্ত্রণ জারি হয় রেড রোডে। ৯ টার পর রাস্তা খুলে দেওয়া হয়। রেড রোড বন্ধ থাকার সময় যান চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি কলকাতা পুলিশের সবকটি থানাকে বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *