প্রসেনজিৎ ধর, কলকাতা :- গ্রেফতারি এড়াতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন কাঁথির ছাত্রনেতা। কাঁথি ধর্ষণ মামলায় অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতাকে অবিলম্বে করা নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার না করায় ধমকও খেতে হয়েছিল বিচারপতির। এবার সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন ছাত্রনেতা শুভদীপ গিরি। বুধবার তাঁকে এই মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।মঙ্গলবারই নিজের এজলাসে এই মামলার তদন্তকারী পুলিশকে ধমক দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। জানতে চেয়েছিলেন, ‘‘আদালতের নির্দেশ সত্ত্বেও ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেননি কেন? তিনি কোথায় জানেন না?’’ বিচারপতির সেই প্রশ্নের ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার সকালে তৃণমূল ছাত্রনেতার আইনজীবী উপস্থিত হন হাই কোর্টে। বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি চান তিনি।
আদালত সেই মামলা করার অনুমতি দিয়েছে গিরিকে।মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি মান্থা শুধু তদন্তকারী অফিসার রুমা মণ্ডলকেই নয় শুভদীপের আইনজীবীর কাছেও বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চান হাইকোর্ট শুভদীপকে গ্রেফতারির নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি কেন নিম্ন আদালতে তৃণমূল ছাত্রনেতার জামিনের আবেদন করছেন? এ নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি তিনি। গ্রেফাতরির আগেই আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভদীপ।কাঁথির তৃণমূল নেতা শুভদীপ অধিকারীর বিরুদ্ধে মামলা করেছিল নির্যাতিতার পরিবার। ১০ জানুয়ারি প্রথমে তারা থানার দ্বারস্থ হন। পরে গত ১৯ জানুয়ারি কালকাতা হাইকোর্টে মামলা করেন। আদালত অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশের পর সাত দিন পেরিয়ে গেলেও তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়নি।