দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার গভীর রাতে কালিকাপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ৫০টি দোকান। দমকলের ৩টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কালিকাপুর বাজারে বেশ কয়েকটি দোকানে প্রথমে আগুন জ্বলতে দেখেন স্থানীয় মানুষজন। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একে একে প্রায় ৫০টি দোকানকে গ্রাস করে।
ভস্মীভূত হয়ে যায় কমবেশি ৫০ দোকান। এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় বেশ কয়েক ঘন্টা ধরে বাজারে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগান স্থানীয়রাও।দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা। কীভাবে তাঁরা এই ক্ষতি সামাল দেবেন তা ভেবে কোনও কিনারা পাচ্ছেন না। চিন্তায় ঘুম ছুটেছে বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। অন্যদিকে কীভাবে মাঝরাতে আগুন লাগল, তার কারণ এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেউ চক্রান্ত করে আগুন লাগিয়ে দিয়েছে নাকি, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন তাঁরা।