প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের একবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বুধবার স্বাস্থ্যপরীক্ষা করাতে হাসপাতালের পথে তিনি দাবি করেন, গগনচুম্বী দুর্নীতি হয়েছে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ১৯ কোটি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন কুন্তল।
ওই দুর্নীতিতে শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে একজনের নাম উঠে আসছে। তিনিও হুগলির এক তৃণমূল নেতা। তাকেও আজ কুন্তলের সামনে বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।দুর্নীতি তো হয়েইছে কিন্তু আকাশপ্রমাণ ষড়যন্ত্র হয়েছে বলে কুন্তল কী বোঝাতে চেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ষড়যন্ত্র কার বিরুদ্ধে? কুন্তলের দাবি তিনি ১৯ কোটি টাকা নিয়েছেন। কিন্তু ইডির দাবি অন্তত ৩০ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে। কিন্তু সেই টাকা আসলে গিয়েছে কোথায়? এটাই এখন তদন্তের মূল বিষয়। এদিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, আমি তদন্ত নিয়ে কোনও কথা বলব না। শুধু বলব গগনচুম্বী ষড়যন্ত্র হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুখোমুখি বসিয়ে জেরার সময় তাপস মণ্ডলের সঙ্গে কুন্তলের রীতিমতো ঝগড়া লেগে যায়। কুন্তলের দাবি, টাকা দিয়েছেন তাপস মণ্ডল তাহলে তাঁকে গ্রেফতার করা হবে না কেন? বুধবার ফের তাপসবাবু ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। এদিন ৩ জনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে।