প্রসেনজিৎ ধর, হুগলি:- সরস্বতী পুজোয় সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠল সকলে। দেবী সরস্বতীর পুজোর বিশেষ কিছু নিয়ম মেনে চলা হয়। বিদ্যা, বুদ্ধি, সুশিক্ষা লাভের জন্য সরস্বতীর পুজো করা হয়। গোটা রাজ্যের মত হিন্দমোটর এডুকেশন সেন্টার স্কুলের জুনিয়র সেকশন এঞ্জেল ইডেন প্লে স্কুলে জাকজমক করে হয়ে গেলো বাগদেবীর আরাধনা।
ছাত্র-ছাত্রী অভিভাবকদের ভিড় উপচে পড়েছিলো স্কুলে। বাগদেবীর পুজোয় চার জন খুদে হাতে খড়িও দিলো। স্কুলের শিক্ষিকা বলেন আমাদের সময় স্বরস্বতী পুজোয় হাতে খড়ি দেওয়ার একটা রেওয়াজ ছিলো এখন একটু হলেও কম হয়েছে সেই চল।
তাই আমরা আমাদের স্কুলে এই উদ্যোগ নিয়েছিলাম।
Hindustan TV Bangla Bengali News Portal