প্রসেনজিৎ ধর, কলকাতা :- শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে বিস্ফোরক তদন্ত পেল ইডি। যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছিলেন বলে স্বীকার করেছেন কুন্তল। গোটা কেলেঙ্কারিতে এই প্রথম কেউ পার্থকে টাকা পাঠিয়েছিলেন বলে সরাসরি স্বীকার করলেন। প্রথম দিকে ইডি আধিকারিকদের তদন্তে অসহযোগিতা করছিলেন কুন্তল ঘোষ। তবে টানা জেরায় ভেঙে পড়েন তিনি। তদন্তকারীদের প্রশ্নের জবাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে বসেন। তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছেন। তবে একসঙ্গে বিপুল টাকা দেননি কুন্তল। কখনও নাকতলার অফিস আবার কখনও শপিং মলে পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির সঙ্গে দেখা করতেন কুন্তল। তাঁর হাত দিয়ে টাকা সরাসরি পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের হাতে।ইডির গোয়েন্দারা জানিয়েছেন, জেরায় কুন্তল জানিয়েছেন, ধাপে ধাপে পার্থ চট্টোপাধ্যায়কে মোট ১৫ কোটি টাকা দিয়েছেন তিনি। গোটা লেনদেনটাই হয়েছে নগদে। এর মধ্যে কিছু টাকা তিনি পার্থবাবুর নাকতলার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছেন। বাকি টাকা তিনি দিয়েছেন পার্থবাবুর সচিবকে। বিভিন্ন শপিং মলে তাঁর সঙ্গে দেখা করতেন পার্থবাবুর সচিব। সেখানেই সচিবের হাতে টাকা হস্তান্তর করতেন তিনি। গোয়েন্দারা জানিয়েছেন, গ্রেফতারির পর প্রথম দিকে তদন্তে সহযোগিতা করছিলেন না কুন্তল।
কিন্তু লাগাতার জেরার মুখে সত্যি না বলে যে উপায় নেই তা টের পেয়েছেন তিনি।একই সঙ্গে তাপস মণ্ডলের কাছ থেকে তিনি যে ১৯ কোটি টাকা নিয়েছিলেন তাও স্বীকার করে নিয়েছেন কুন্তল। কুন্তলের লেক টাউনের ফ্ল্যাটে তল্লাশির সময় উদ্ধার হওয়া ডায়েরি দেখিয়ে তাপস মণ্ডলের উপস্থিতিতে তাঁকে লেনদেন নিয়ে প্রশ্ন করেন গোয়েন্দারা। এমনকী তাপস মণ্ডলের জমা দেওয়া লেনদেনের রসিদ দেখান তাঁরা। এর পর কার্যত ১৯ কোটি টাকা নেওয়ার কথা স্বীকার করতে বাধ্য হন কুন্তল। তবে সেই টাকা থেকেই ১৫ কোটি তিনি পার্থকে দিয়েছিলেন কি না তা জানা যায়নি।