দেবরীনা মণ্ডল সাহা :- দিদির দূত হয়ে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ১ বছরের মধ্যে সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।মন্ত্রীকে গ্রামবাসীরা জানান, স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন কোনও চিকিৎসক নেই। জ্যোতিপ্রিয়বাবু যখন গাইঘাটার বিধায়ক ছিলেন তখন এখানে চিকিৎসক ছিল। তারপর থেকে স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
ওদিকে এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল ধরমপুর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সহ গাইঘাটার বিস্তীর্ণ এলাকার মানুষ। তাই অবিলম্বে হাসপাতালে চিকিৎসক নিয়োগ করা হোক।শুক্রবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার ধর্মপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপোল উপস্বাস্থ্যকেন্দ্রে যান জ্যোতিপ্রিয় মল্লিক। স্বাস্থ্যকর্মী ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলাপচারিতার সময়ও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় জ্যোতিপ্রিয়বাবুকে। স্বাস্থ্যকর্মীরা জানান, হাসপাতালে শিশুদের ওষুধ ও টিকার ঘাটতি রয়েছে। শুনে উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোন করেন জ্যোতিপ্রিয়বাবু। দ্রুত ঘাটতি মেটানোর নির্দেশ দেন তিনি। গ্রামবাসীদের জানান, ১ বছরের মধ্যে সব সমস্যার সমাধান করবেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal