দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বেপরোয়া অ্যাপ ক্যাব পিষে দিল ৪টি সারমেয় শাবককে। খেলতে খেলতেই মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়লো তারা। কলকাতার পোস্তা এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সমীর সর্দার। ঘটনাটি ঘটেছে মধ্য কলকাতার পোস্তা এলাকার কে কে টেগোর স্ট্রিটে। এখানেই মাসখানেক আগে ওই রাস্তায় জন্ম নেয় চারটি কুকুরশাবক। তাদের মধ্যে দু’টি পুরুষ, দু’টি মেয়ে।
তাদের একেকজনকে এলাকার বাসিন্দারা একেকটি নামে ডাকতেন। আদর করে তাদের খেতে দিতেন। কিন্তু বৃহস্পতিবার বিকেলেই ঘটে ঘটনাটি। সমীর তাঁর ক্যাব নিয়ে যাত্রী পৌঁছতে গিয়েছিলেন পোস্তায়। ফেরার পথে গাড়ির গতি ছিল বেশি। একটি অপরিসর রাস্তা দিয়ে বের হয়ে কে কে টেগোর স্ট্রিট পড়ার সময়ই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার উপরই খেলছিল সারমেয় শাবকগুলি। সমীরের গাড়িটি তাদের চারজনকেই একসঙ্গে পিষে দেয়।তাদের চিৎকার শুনে দৌড়ে আসেন এলাকার বাসিন্দারা। দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে চারটি শাবক। রাস্তা ভেসে যাচ্ছে রক্তে। বাসিন্দারা জল দিয়ে তাদের শুশ্রূষা করার চেষ্টা করেন। কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে চার ভাইবোনই। ওই গাড়িটিকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বের করে নিয়ে আসা হয় ক্যাব চালককে। কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছে যায় পোস্তা থানায়। পুলিশের টিম এসে গণধোলাই শুরু হওয়ার আগেই চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মৃতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল। থানা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক ঘটনার পরে পশু ক্লেশ এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছিল। শুক্রবার ধৃতকে ব্যাংকশাল আদালতে তোলা হয়। যেহেতু জামিনযোগ্য অপরাধ, তাই ধৃত চালকের জামিন মঞ্জুর করেন বিচারক।