নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- চাঞ্চল্যকর অভিযোগ তুলে দিলেন অভিনেতা ও খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। বিজেপি বিধায়কের নিশানায় চলে এলেন দেব ও মিঠুন চক্রবর্তী। বিজেপি বিধায়কের দাবি দেবের ছবিতে খেটেছে গোরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের টাকা।এনামুলের কাছ থেকে টাকা নিয়েছেন তৃণমূল সাংসদ দেব। আর দেব যদি জেলে যান তাহলে জড়িয়ে যাবেন মিঠুন চক্রবর্তীও।গরু পাচার মামলায় নাম জড়িয়েছিল তারকা সাংসদ দেবের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। এবার সেই দুর্নীতি প্রসঙ্গ টেনে সরাসরি দেবকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় | দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তী ‘প্রজাপতি’ সিনেমাটি করায় মহাগুরুকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন তিনি। বললেন, “মিঠুনদাকে না বিপদে পড়তে হয়।”শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেখানেই দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল নেতাদের নজিরবিহীনভাবে কটাক্ষ করেন। সরাসরি নিশানা করেন তারকা সাংসদ দেবকে। গরুপাচার মামলায় একটা সময়ে উঠে এসেছিল দেব তথা দীপক অধিকারীর নাম। অভিযোগ উঠেছিল, দেবের প্রযোজনা সংস্থায় এনামুলের টাকা রয়েছে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তারকা সাংসদকে। এদিন হিরণ বললেন, “এনামুলের থেকে টাকা নিয়েছেন দেব। যদি দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে জেলে যেতে হতে পারে।”এরপরই মিঠুন চক্রবর্তীকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন হিরণ।
বলেন, “মিঠুনদা অত্যন্ত সৎ, সরল মানুষ। কিন্তু উনি দীপক অধিকারীর প্রযোজনা সংস্থায় প্রজাপতি সিনেমাটি করেছেন। ফলে দেব দোষী সাব্যস্ত হলে গোটা বিষয়টায় জড়িয়ে পড়বেন মিঠুন চক্রবর্তী। সেক্ষেত্রে আবারও তাঁকে টাকা ফেরত দিতে হতে পারে।” সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিরণ সাক্ষাৎ করেছেন বলে জল্পনা ছড়িয়েছিল। তা নিয়ে হিরণ বলেন, ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত অভিষেকের সঙ্গে আমার সম্পর্ক ছিল। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। ২০২১ সাল থেকে অভিষেকবাবুর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। ছবি নিয়ে তাঁর বক্তব্য, শুধু ছবি কেন ভিডিয়োও আসতে পারে। দলবদলের জল্পনার মধ্যেই শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন হিরণ। শুভেন্দুর নিজাম প্যালেসের দফতরে প্রায় আধ ঘণ্টা ছিলেন খড়্গপুরের বিধায়ক। একান্তে আলোচনা করেন তাঁরা। তারপর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করেন হিরণ।