প্রসেনজিৎ ধর :- ফের রাজ্যে বোমা বিস্ফোরণে আহত শিশু। এবার ঘটনা মুর্শিদাবাদের লালগোলার। অভিযোগ, উঠোনে পড়ে থাকা বোমা ঝাড়ু দেওয়ার সময় ফেটে যায়। তাতেই আহত হয় ৪ বছরের শিশু ও তার মা। তবে কারও আঘাতই গুরুতর নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।সোমবার সকালে লালগোলা থানার ময়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিয়াপুরের লালগোলা জঙ্গিপুর রাজ্য সড়কের পাশে একটি বাড়ির মধ্যে গৃহবধূ সোমবার সকালবেলা বাড়িতে উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন। সেই সময় বাড়ির এক পাশে প্লাস্টিকের জারে থাকা বোমা ফেটে যায়। এই বিস্ফোরণে সামান্য আহত হন মা ও তার ছোট্ট মেয়ে। ঘটনার খবর পেয়েই লালগোলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। গৃহবধূকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা করার পর তাকে ছেড়ে দিলে পুলিশ ও গৃহবধূকে নিয়ে আসে ঘটনাস্থলে।
তারপরেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। কে বা কারা ওই বাড়ির উঠোনে জারের মধ্যে বোম রেখে গেল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই পরিবারের সঙ্গে কারো শত্রুতা রয়েছে। তারাই অঘটন ঘটাবার জন্য সেখানে বোমা রেখে গিয়েছিল। কিন্তু সেই ব্যক্তিরা কারা ? নিশ্চয়ই তাদের সঙ্গে দুষ্কৃতীদের যোগাযোগ আছে। এই বোমা ফেটে আপাতত আহত হওয়ার ঘটনা ঘটলেও প্রাণহানির ঘটনা ঘটতে পারতো।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমার নমুনা সংগ্রহ করেছে তারা। তবে বোমা ফেলে যাওয়া হয়েছিল না বোমা সেখানে মজুত ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।এর আগেও বিভিন্ন জেলাতে কখনো বল ভেবে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন শিশুরা| এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মুশিদাবাদ একাধিক জায়গায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। পুনরায় লালগোলা এলাকায় গৃহস্থ বাড়ির উঠোনে বোমা ফাটার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।