Breaking News

ফের কলকাতায় ১০ লাখ জাল নোট, গ্রেফতার অসমের ২ কুখ্যাত পাচারকারী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা থেকে উদ্ধার হল ১০ লক্ষ টাকার জাল নোট। গ্রেফতার করা হয়েছে ২ পাচারকারীকে। ধৃতেরা অসমের বাসিন্দা। কলকাতা পুলিশের এসটিএফ-এর দল মধ্য কলকাতা এলাকা থেকে হাতেনাতে ধরে ওই দুই পাচারকারীকে। এসটিএফ অফিসাররা গতকাল, সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পায়, যে শহরে বিপুল জাল নোট নিযে ঢুকেছে দুই পাচারকারী। এরপরই কলকাতার এসপ্ল্যানেড এলাকার কাছে ডাফরিন রোড এবং মোয়ো রোড ক্রসিং থেকে আসাম ভিত্তিক দুই কুখ্যাত জাল নোটের কারবারিকে গ্রেফতার করা হয়। তল্লাশি করে তাদের কাছে থেকে ৫০০ ও ২০০ নোটের প্রচুর বান্ডিল পাওয়া যায়। সবমিলিয়ে ১০ লক্ষ টাকার জাল নোট মেলে তাদের কাছে। ধৃতদের নাম আবদুল রেজ্জাক খান ও শাহার আলি। ভিন রাজ্য থেকে কোন চক্রের হাত ধরে তারা এই শহরের উপকণ্ঠে কোথায় জাল নোট ছড়াতে এসেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে স্পেশাল টাক্স ফোর্স। ধৃতদের মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করে তদন্তের স্বার্থে হেফাজতে নেয় টাক্স ফোর্সের অফিসাররা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৪৯৮ বি, ৪৮৯ সি সহ জাল মুদ্রা পাচারের অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করেছে স্পেশাল টাক্স ফোর্স।এর আগেও শহরের বুক থেকে একাধিকবার জাল নোট পাচারকারীরা গ্রেপ্তার হয় ।

কখনো মালদা থেকে কখনো বা শহরের অন্য কোন উপকণ্ঠ থেকে জাল নোট পাচার করার জন্য এই পাচারকারীরা কলকাতা শহরের বিভিন্ন এলাকায় ডেরা বাঁধে। জাল নোট পাচার চক্রের বিভিন্ন চাই কে ধরতে গোটা শহর জুড়ে কলকাতা পুলিশের এসটিএফ- এর নজরদারি লাগাতার চলছে। তাতেই সাফল্য আসছে একের পর এক। ধৃত দুই অসমের বাসিন্দাকে জেরা করে এই চক্রের চাই আর কলকাতা শহরের কোথায় কোথায় রয়েছে তা জানার চেষ্টা করছে এস টি এফ। উল্লেখ্য, রাজ্যে জাল নোট ও নোটের পাহাড় উদ্ধার এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে বেড়েই চলেছে জাল নোটের কারবার। গত ২৮ ডিসেম্বরই ক্যানিং থেকে বিপুল পরিমাণ জাল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার তালদি বাস স্ট্যান্ডের কাছে। জানা গিয়েছে, জাল নোট বাজারে চালানোর চেষ্টা করছিল অভিযুক্তরা। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ক্যানিং থানার পুলিশ। ঘটনায় জালনোট সহ হাতেনাতে ধরা হয় তাদের। ধৃতদের নাম সইফুদ্দিন গাজি এবং আবদুর রহমান হালদার ওরফে মনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *