Breaking News

শিয়ালদহ দক্ষিণ শাখায় সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন,দেখে নিন বাতিল ট্রেনের তালিকা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের শিয়ালদহ শাখায় বাতিল হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন |শিয়ালদহ দক্ষিণ শাখায় টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে ৪ ও ৫ ফেব্রুয়ারি চলবে রক্ষণাবেক্ষণের কাজ। এই কাজ চলবে শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর সেই কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় বালিগঞ্জ-বজবজ সেকশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।সপ্তাহান্তে ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে পড়বেন যাত্রীরা।রেল সূত্রে খবর, শিয়ালদহ দক্ষিণ শাখায় টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আগামী ৪ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি সেই কারণে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে চলবে রেলের কাজ। সেই কারণে ওই সময়ের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তিনটি ডাউন ট্রেন এবং তিনটি আপ ট্রেন বাতিল করা হয়েছে।

৩৪১৬২ শিয়ালদহ – বজবজ ডাউন লোকাল ট্রেন এবং ৩৪১৬১ বজবজ-শিয়ালদহ আপ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শনিবার। পরদিন রবিবার বাতিল করা হয়েছে ডাউন ৩৪১১২ ও ৩৪১১৬ শিয়ালদহ-বজবজ লোকাল এবং আপ ৩৪১১১ এবং ৩৪১১৫ বজবজ – শিয়ালদহ লোকাল।ট্রেন বাতিলের পাশাপাশি এই শাখায় বেশ কিছ লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার আপ ৩৪১৫৯ ও ৩৪১৬৩ বজবজ-শিয়ালদহ লোকাল নিউ আলিপুর স্টেশন পর্যন্ত যাবে। ডাউন ৩৪১৬৪ ও ৩৪১৬৬ লোকাল শিয়ালদহের পরিবর্তে নিউ আলিপুর স্টেশন থেকে ছাড়বে। রবিবার আপ ৩৪১৬৫ বজবজ – শিয়ালদহ লোকাল মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে এবং ডাউন ৩৪১১৪ লকাল ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে।প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই দফায় দফায় বিভিন্ন জায়গায় রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তার জন্য কোথাও কোথাও লোকাল ট্রেন বাতিলও করতে হচ্ছে। যদিও বেশিরভাগ জায়গাতেই যাত্রীদের সমস্যা যাতে কম হয়, সেই কারণে বেশি রাতের দিকে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *