Breaking News

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করতে পারে না মমতার সরকার, বিস্ফোরক দাবি স্মৃতি ইরানির, পাল্টা দিল তৃণমূল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কেন্দ্রের টাকা রাজ্য সরকার খরচ করেনি বলে শাসকদলকে নিশানা করেছেন। শনিবার বিজেপির দলীয় কার্যালয়ে বসে এই মন্তব্য করেছিলেন তিনি। এবার কেন্দ্রীয় মন্ত্রীর সেই দাবির পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কেন্দ্রীয় বাজেটের সুফল বোঝাতে শনিবারই কলকাতায় আসেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধে কার্যত একহাত নেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, “বাংলার সরকার ২০১৭-১৮ সাল থেকে এখন পর্যন্ত আমার দপ্তরের (নারী ও শিশুকল্যাণ মন্ত্রক) ২৬ হাজার ৭৫১ লক্ষ টাকা খরচই করতে পারেনি।”

প্রকল্পের টাকা পাওয়া সত্ত্বেও কেন খরচ করতে পারল না, রাজ্যকে তা জানাতে হবে বলেও দাবি করেন স্মৃতি।শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, কেন্দ্রের তরফে যে টাকা দেওয়া হয়েছে তা খরচ করতে পারেনি রাজ্য সরকার। বিজেপি নেত্রীর এমন দাবির পর পাল্টা কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকে একথা বলছেন স্মৃতি। তাঁর অভিযোগে কোনও সারবত্তা নেই। আদৌ কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ করা হয়েছে কিনা, সে হিসাব সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা নির্দিষ্ট সময়ে দিয়ে দেবেন।’স্মৃতির দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কথা আর সংখ্যার জাগলারি করছেন। বিভ্রান্তি ছড়াচ্ছেন। কেন্দ্র টাকা দেয় না। আর একটা প্রবণতা আছে। যে বছর যে সময় যে টাকা দেওয়ার সেটা ছকে বাধা প্রসেস। হয় টাকা দেয় না অথবা পরে এমন সময় টাকা দেয় যে কাজ করা যায় না। স্মৃতি ইরানি সস্তার রাজনীতি করেছেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *