প্রসেনজিৎ ধর :- ফের দক্ষিণ ২৪ পগরণার বাসন্তীতে বোমা বিষ্ফোরণ। বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১ জনের।জখম আরও দু’জন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে তাঁদের। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু জোর রাজনৈতিক তরজা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তীর ভারতীর মোড় এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে কেঁপে ওঠে ভারতীর মোড় এলাকা। সকালে বিস্ফোরণের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বোমা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় বোমা বাঁধার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানা এলাকার আমছাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতী মোড় এলাকায় মনিরুল খান নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই সশব্দে ফাটে বোমা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হন ২ জন। আহতদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
যার বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। তাঁদের অনুমান, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে বাসন্তীর প্রত্যন্ত এলাকাগুলি। তার প্রস্তুতি হিসাবেই তৈরি হচ্ছিল বোমা।কে বা কারা বোমা বাঁধার নির্দেশ দিয়েছিল তা আহতদের জেরা করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় পুলিশি টহলদারির অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।