নিজস্ব সংবাদদাতা :- :- নির্বাচনের আগে শাসক -বিরোধী রাজনৈতিক দল প্রতিনিয়ত একাধিক জনসভা করছে | নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের আগে এখন জোরকদমে চলছে প্রস্তুতি | এর মধ্যেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী | আর একুশের নির্বাচনে যে নজরে রয়েছে এসসি-এসটি সম্প্রদায়ের ভোটও | আর বৃহস্পতিবারের সভা থেকে সেই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো | আজ তৃণমূলের এসসি-এসটি সেলের সম্মেলনী সভায় গীতাঞ্জলি স্টেডিয়ামে বিজেপির বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় |
এদিন তিনি বলেন,বিজেপি পুরো মিথ্যে কথা বলছে | বলেন,বাংলায় শান্তিতে থাকতে গেলে বিজেপি বিদায় দিন |কটাক্ষ করে বলেন, রেল, কোল সেলট্যাক্স বিক্রি করে এত টাকা বিজেপির কাছে এসেছে | পাশাপাশি এসসি এসটিদের জন্য সরকারের করা সমস্ত কাজের খতিয়ানও পেশ করেছেন মুখ্যমন্ত্রী | মমতা বলেন, ‘৪-৫ দিন পরে ভোটের দিন ঘোষণা হবে| এখন শুধু চাইলেই হবে না | এত পাওয়ার পরেও শুধু চাই, চাই |” মমতা আরও বলেন,১ কোটি সাইকেল দিয়েছি, ট্যাব দিয়েছি | তিনি আরও বলেন, বাজেটে ঘোষণার আগেই আমি বাংলায় রাস্তা তৈরি করে দিয়েছি | ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন ত্রিপুরায় মানুষের কী হাল | কোভিড কালে ১ তারিখে মাইনে পাচ্ছেন | ত্রিপুরায় ১০০০০ লোককে স্থায়ী করবে বলেছিল, চাকরি চলে গেছে | মানুষের জন্য কাজ করে যেতে চাই | সিপিএম-বিজেপির মিথ্যা কথা শুনে কেন এরকম করছেন? সবকিছু একসঙ্গে হয় না | প্রসঙ্গত,এদিন সভার শুরুতেই উত্তেজনা তৈরি হয়| মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে ওঠা মাত্রই দর্শকাসন থেকে দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হন কয়েকজন |
আর তাতেই ফের মেজাজ হারান মমতা | বক্তৃতা বন্ধ করে দেন ক্ষুব্ধ নেত্রী। ফের বলতে শুরু করে | তবে সভা মঞ্চ থেকেই ক্ষমা চেয়ে নেন রেগে যাওয়ার কারণে | বলেন, ‘আমি এমনই, বকিও সবার সামনে, ভালবাসিও সবার সামনেই |’