নিজেস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ: ভোটের আগেই ফের অশান্ত রঘুনাথগঞ্জ। এদিন সবুজ সাথীর সাইকেল না পেয়ে এসডিও অফিসের সামনে বিক্ষোভ করে ছাত্র ছাত্রীরা। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের জঙ্গিপুর মনীরিয়ে হাই মাদ্রাসা স্কুলের পরিবেশ। বিক্ষোভকারীদের অভিযোগ ২০১৬ সালে সাইকেল দেওয়া হয়েছিলো তার পর আর সাইকেল দেওয়া হয়নি যার কারণে প্রায় এক হাজারের বেশি ছাত্র ছাত্রী সবুজ সাথীর সাইকেল থেকে বঞ্চিত। এমনকি বার বার স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই শেষ পর্যন্ত আজ জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দুই পক্ষের এই ঝামেলায় পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে ওঠে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
Hindustan TV Bangla Bengali News Portal