Breaking News

মেট্রো ডেয়ারি শেয়ার হস্তান্তরের মামলায় কেভেন্টার্সের দুই অফিসে তল্লাশি ইডি-র

নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবার সকাল থেকেই ইডির তল্লাশি চলে কেভেন্টার্সের কলকাতা অফিসে |মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরে দুর্নীতির অভিযোগেই এই তল্লাশি বলে জানা গিয়েছে | বিদেশেও টাকা পাচারের অভিযোগ রয়েছে | এই মামলায় রাজ্যের বেশ কয়েকজন আমলা জড়িয়ে বলে অভিযোগ | বিদেশেও টাকা পাচারের অভিযোগ রয়েছে | বাজারদরের থেকে কম দামে কেভেন্টার্স গোষ্ঠীকে মেট্রো ডেয়ারি শেয়ার বিক্রির অভিযোগ উঠেছে|বৃহস্পতিবার সকালে ইডির চারটি দল কেভেন্টার্স গোষ্ঠীর দুই অফিসে তল্লাশি চালায় বলে জানা গেছে | বৃহস্পতিবার ৩৪ বাই ১ ডায়মন্ড হারবার রোডে কেভেন্টার্সের অফিসেও চলে তল্লাশি | প্রসঙ্গত , মেট্রো ডেয়ারির শেয়ার ছিল রাজ্য সরকারের | পরে রাজ্য সরকার তা ছেড়ে দেয় | ২০১৭ সালে রাজ্য সরকারের থেকে মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার কেভেন্টার্স গোষ্ঠী কিনে নেয় | কিন্তু অভিযোগ ওঠে, তৎকালীন বাজারদরের থেকে অনেক কম দামে কেভেন্টার্স মেট্রো ডেয়ারির শেয়ার কেনে | সেক্ষেত্রে কম দামে কেনার ক্ষেত্রে সুবিধা পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে | এ বিষয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় | সেই ঘটনারই তদন্তে নামে ইডি | বৃহস্পতিবার সকাল থেকেই মেট্রো ডেয়ারির মামলায় শহরের দু’জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা|সূত্রের খবর, ইডি আধিকারিকরা বিভিন্ন নথি খতিয়ে দেখেন | এমনকি সেখানকার বিভিন্ন কর্তাদেরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *