দেবরীনা মণ্ডল সাহা :-সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এখন তারকাদের প্রচার দেখা যাবে। এই কেন্দ্রটি ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বিজেপিও এখানে ফাইট দিতে চাইছে। এখানে ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন। তার জন্য নির্বাচন কমিশনের কাছে তারকা প্রচারকদের তালিকা জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর প্রচারযুদ্ধের ময়দানে মিমি চক্রবর্তী-নুসরত জাহানদের বিরুদ্ধে নামবেন লকেট চট্টোপাধ্যায়-হিরণরা চট্টোপাধ্যায়রা।রবিবার রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য মোট ৪০ জন হেভিওয়েট নেতা, মন্ত্রী ও সাংসদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সি, সৌগত রায়, মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মানসরঞ্জন রায়, শশী পাঁজা, গোলাম রব্বানি, বীরবাহা হাঁসদার। এছাড়া সাংসদ দেব, কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক বাবুল সুপ্রিয়, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, মনোজ তিওয়ারি, মিমি চক্রবর্তী , নুসরত জাহান, কৌশানি মুখোপাধ্যায়, শতাব্দী রায়, অদিতি মুন্সি, জুন মালিয়া ও সায়ন্তিকারাও রয়েছেন সেই তালিকায়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ সাহা।
তাঁর সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নামানো হচ্ছে। এই খবর জানিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুজিত দাস। যদিও এখন পর্যন্ত তাঁদের আসার নিদিষ্ট দিন চূড়ান্ত হয়নি। আজ সোমবার বিজেপি প্রার্থী দিলীপ সাহা মনোনয়ন জমা দেবেন।আগামী ১৯ ফেব্রুয়ারি সাগরদিঘির মোড়ে নির্বাচনী জনসভায় হাজির থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।এখানে ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা প্রয়াত হওয়ায় সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।
Hindustan TV Bangla Bengali News Portal