Breaking News

মমতাকে ডি-লিট সেন্ট জেভিয়ার্সের!বিশেষ সম্মান উৎসর্গ করলেন জনগণের উদ্দেশ্যে

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের ডি-লিট সম্মানে ভূষিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাঁর হাতে ডি-লিট সম্মান তুলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে সম্মানিত করা হল। মুখ্যমন্ত্রী বলেন,’আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ। আমি এই সম্মান সাধারণ মানুষকে উৎসর্গ করছি। আমিও সাধারণ মানুষ।’এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু প্রমুখ। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়ার পরে তিনি সেই সম্মান উৎসর্গ করেন সাধারণ মানুষের প্রতি। বলেন, এই সম্মানের দাবিদার রাজ্যবাসী-দেশবাসী। এদিনের মঞ্চ থেকে তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই’। সেন্ট জেভিয়ার্সের নিউটাউন ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধনও করেন তিনি। সমাবর্তন অনুষ্ঠান থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, মানবতাকে আদর্শ করে সকলের চলা উচিৎ। তাঁর বার্তা, নেতিবাচক ভাবনা এবং হতাশা যেন গ্রাস না করে। সবসময় ইতিবাচক দিক ভাবার পরামর্শও দেন তিনি। মুখ্যমন্ত্রী এ দিন স্মরণ করিয়ে দেন, তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন রাজ্যে মাত্র ১২টি বিশ্ববিদ্যালয় ছিল। তা বেড়ে হয়েছে ৩০।

আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর বার্তা,দেশে সাম্য ও ঐক্য বজায় রাখা জরুরি। গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সংবিধানকে বাঁচাতে সবরকম চেষ্টা করে চলব। সেই সঙ্গে পড়ুয়াদের তাঁর পরামর্শ,’কখনও অবসাদগ্রস্ত হবেন না। নেতিবাচক ভাববেন না। ইতিবাচক থাকুন। মানুষের কথা ভাবুন।’ দেশবাসীর একতা, শান্তি-বিশ্ব শান্তির কথা বলে এদিন তিনি বলেন, এই দেশ ‘সেক্যুলার- ডেমোক্রেটিক’। তাঁর বক্তব্য, সংবিধানের মর্যাদা দেওয়া উচিৎ। সমস্ত সংকীর্ণতা দূর করতে বলে এদিন তিনি বলেন, জ্ঞান সর্বদা উন্মুক্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *